shono
Advertisement
BGT 2024-25

'বুমরাহই সেরা', দরাজ সার্টিফিকেট হেডের, অ্যাডিলেড টেস্টের আগে অনুশীলনে ব্যস্ত অজিরা

নেটে দীর্ঘ সময় কাটান অজি ব্যাটিংয়ের তিন স্তম্ভ স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে এবং উসমান খোয়াজা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:46 AM Dec 02, 2024Updated: 01:43 PM Dec 02, 2024

 দেবাশিস সেন, অ্যাডিলেড: বর্ডার-গাভাসকর ট্রফি (BGT 2024-25) শুরুর আগে ক্রিকেটবোদ্ধাদের একটা বড় অংশ অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরছিল। কিন্তু পারথ টেস্টের পরে ছবিটা অনেকটাই পালটে গিয়েছে। শুক্রবার থেকে শুরু হতে চলা অ্যাডিলেড টেস্টের আগে চাপে অজিরাই। মাঠের ব্যর্থতা তো রয়েছেই, পাশাপাশি প্রশ্ন উঠছে দলের একতা নিয়েও। অনেকেই বলছেন, দলের মধ্যে একে অপরের বিরোধিতা করছেন ক্রিকেটাররা। এহেন পরিস্থিতিতে সোমবার অনুশীলনে নেমে পড়ল অস্ট্রেলিয়া। সঙ্গে অজি শিবির মনে করছে, জশপ্রীত বুমরাহই আধুনিক সময়ের সেরা বোলার।

Advertisement

এদিন ঐচ্ছিক অনুশীলন ছিল অজি ব্রিগেডের। তবে অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক এদিন অনুশীলনে আসেননি। চোটের জন্য গোলাপি বলের টেস্ট থেকে ছিটকে গিয়েছেন জশ হ্যাজেলউড। অনিশ্চিত মিচেল মার্শও। সোমবার অনুশীলনে কোনও অজি বোলারকেই মাঠে নামতে দেখা যায়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজি ব্যাটার ট্র্যাভিস হেড স্পষ্ট বলেন, পরের টেস্টে বাড়তি দায়িত্ব নিতে হবে ব্যাটিং লাইন আপকে। তার পরেই দেখা যায়, নেটে দীর্ঘ সময় পড়ে রয়েছেন অজি ব্যাটিংয়ের তিন স্তম্ভ স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে এবং উসমান খোয়াজা। প্রথম দুজনের অফ ফর্ম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

অনুশীলনের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন হেড। দলের অন্দরে কোন্দলের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, "টিমে কোনও ভেদাভেদ নেই। ক্রিকেটারদের শরীরী ভাষাও যথেষ্ট ইতিবাচক। তবে এবার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ব্যাটারদের।" তার পরেই পারথ টেস্টে ভারতের অধিনায়ক বুমরাহর উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় হেডের মুখে। তারকা পেসারকে আধুনিক সময়ের সেরা বলতেও দ্বিধা করেননি তিনি। উল্লেখ্য, পারথ টেস্টের প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট নিয়ে অজিদের মাত্র ১০৪ রানে অলআউট করে দিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নিয়েছিলেন।

অজি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিতে সোমবারই অ্যাডিলেডে পা রাখছে ভারত। শুভমান গিল, রোহিত শর্মা ফিরে আসায় পারথের চেয়েও শক্তিশালী দল নিয়ে অ্যাডিলেডে নামবে টিম ইন্ডিয়া। গত অজি সফরে এই অ্যাডিলেডেই ভারতকে ৩৬ অলআউটের লজ্জা সহ্য করতে হয়েছিল। এবার সেই অভিশপ্ত অ্যাডিলেডে কি অজিদের পালটা দিতে পারবেন বিরাট কোহলিরা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঐচ্ছিক অনুশীলন ছিল অজি ব্রিগেডের। তবে অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক এদিন অনুশীলনে আসেননি।
  • অনুশীলনের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন হেড। দলের অন্দরে কোন্দলের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, "টিমে কোনও ভেদাভেদ নেই।"
  • অজি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিতে সোমবারই অ্যাডিলেডে পা রাখছে ভারত।
Advertisement