সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি স্বয়ং সুনীল গাভাসকরকেই! সেই নিয়ে বিতর্কে উত্তাল ক্রিকেটদুনিয়া। এবার বিতর্কের আগুন আরও বাড়িয়ে দিল বিসিসিআই। সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল খোঁচা দিয়ে বলেছেন, কে জানে চার বছর পরে স্টেডিয়ামে কাকে দেখা যাবে। উল্লেখ্য, চার বছর পরে ফের অস্ট্রেলিয়ায় খেলা হবে বর্ডার-গাভাসকর ট্রফি।
রবিবার সিডনিতে টেস্ট জিতে এক দশক পরে বর্ডার-গাভাসকর ট্রফি ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। মাঠে বসেই সেই মুহূর্তের সাক্ষী থাকেন সুনীল গাভাসকর এবং অ্যালান বর্ডার, যাঁদের নামে নামাঙ্কিত এই সিরিজ। ম্যাচ শেষ হওয়ার পরে দেখা যায়, পুরস্কার প্রদানের মঞ্চে হাজির বর্ডার। কিন্তু ধারাভাষ্য দিতে মাঠে হাজির থাকা গাভাসকরকে অবশ্য অনুষ্ঠানের কোথাও দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বোর্ডের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, “এটা ঠিক যে অ্যালান বর্ডার ও সুনীল গাভাসকর, দুজনকেই মঞ্চে ডাকতে পারল ভালো হত। যদিও আমাদের পরিকল্পনা ছিল, যদি ভারত জেতে তাহলে গাভাসকর উপস্থিত থাকতেন। যেহেতু অস্ট্রেলিয়া জিতেছে, তাই অ্যালান বর্ডার পুরস্কার দিয়েছেন।”
গোটা বিষয়টিতে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। তিনি বলেন, “ট্রফি দেওয়ার সময়ে মঞ্চে থাকতে পারলে অবশ্যই খুব খুশি হতাম। ফলাফল যাই হোক না কেন, এটা বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দেশই এই ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে। এটুকুই বলতে চাই, আমি মাঠে রয়েছি। অস্ট্রেলিয়া জিতলেও সেটা নিয়ে আলাদা করে কিছু এসে যায় না। ওরা ভালো খেলেছে তাই জিতেছে। শুধু ভারতীয় বলেই আমি ট্রফি তুলে দেওয়ার সুযোগ পেলাম না।”
এবার গোটা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন রাজীব শুক্লা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "স্টেডিয়ামে সুনীল গাভাসকর উপস্থিত ছিলেন। কিন্তু যাঁদের নামে ট্রফি তাঁদের একজনকে ডাকাই হল না পুরস্কার প্রদানের মঞ্চে। দুই কিংবদন্তি যদি একসঙ্গে মঞ্চে থাকতেন তাহলে এক দুর্লভ দৃশ্যের সাক্ষী থাকত ক্রিকেটদুনিয়া। কে বলতে পারে, চার বছর পর কে স্টেডিয়ামে থাকতে পারবেন?" উল্লেখ্য, ২০২৭ সালে ভারতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। তার দুবছর পর ফের অজিভূমে যাবে মেন ইন ব্লু।