shono
Advertisement

জিওকে টক্কর দিতে একগুচ্ছ ফ্রি পরিষেবা আনছে এয়ারটেল

কোন কোন পরিষেবা বিনামূল্যে মিলবে?    The post জিওকে টক্কর দিতে একগুচ্ছ ফ্রি পরিষেবা আনছে এয়ারটেল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:04 PM Dec 08, 2016Updated: 04:34 PM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও-র সঙ্গে টক্কর দিতে বাজারে নতুন 4জি প্ল্যান আনতে চলেছে ভারতী এয়ারটেল৷ এবার ৩৪৫ টাকায় মিলবে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফোন কল ও ১জিবি 4জি ডাটা ২৮ দিনের জন্য৷ পাশাপাশি দেওয়া হবে আরও একটি অফার, যাতে ১৪৫ টাকায় ২৮ দিনের জন্য মিলবে ৩০০ এমবি 4জি ডাটা এবং আনলিমিটেড ফোন কল৷

Advertisement

কয়েক দিন আগেই রিলায়েন্সের জিও-4জির আনলিমিটেড ইন্টারনেট, ফোন কল ও ভিডিও কলের পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি৷ আর এতেই মহা ফাঁপরে পড়েছে এয়ারটেল, ভোডাফোনের মতো সংস্থাগুলি৷ তাই নিজেদের ব্যবসা বাড়াতে এই উদ্যোগ নিতেই হচ্ছে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে৷

The post জিওকে টক্কর দিতে একগুচ্ছ ফ্রি পরিষেবা আনছে এয়ারটেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement