সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেফতার জনপ্রিয় ভোজপুরী গায়ক বাবুল বিহারি। শুক্রবার গুরুগ্রাম থেকে বিহার পুলিশের হাতে গ্রেপ্তার হন গায়ক। গায়কের বিরুদ্ধে অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।
[আরও পড়ুন: নিম্নাঙ্গে নামমাত্র কাপড়, উন্মুক্ত বক্ষবিভাজিকা, পুরনো ছবিতেই নেটদুনিয়ায় ঝড় জিনাত আমানের]
পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কয়েক বছর আগে ১৩ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে বন্ধুত্ব করেন বাবুল। কিশোরীকে একটা হোটেল রুমেও নিয়ে যান তিনি। সেই হোটেল রুমেই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এর পরে বাবুল নাকি ওই কিশোরীর ছবি তোলেন এবং সেটি সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। যদিও ঘটনাটি নিজের পরিবারকে জানাননি ওই কিশোরী। পরে গায়ক কিশোরীর গোপন ছবি ইনস্টাগ্রামে আপলোড করলে বিষয়টি জানাজানি হয়।
গুরুগ্রামে সেক্টর ১৪ থানায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কিশোরীর পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সামনে কেউ মুখ খুলতে চাননি।