সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে সফল ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar ) অস্ত্রোপচার। ৯ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন পেসার ভুবি। সেখানে ১১ জানুয়ারি সাফল্যের সঙ্গে তাঁর স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার হয়। স্পোর্টস হার্নিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন ভুবি। এটি কুঁচকি সংলগ্ন পেশি বা কার্টিলেজের সমস্যা। যাঁকে ডাক্তারি ভাষায় বলা হয় পিউবালজিয়া। লন্ডনে অস্ত্রোপচারের সময় টিম ইন্ডিয়ার ফিজিও থেরাপিস্ট যোগেশ পারমার একথা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে সচিব জয় শাহ একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, দেশে ফিরে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে যাবেন ভুবনেশ্বর। এই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির গাফিলতিতেই এত বড় সমস্যায় পড়তে হয়েছে ভুবিকে। আবার সেখানেই রিহ্যাব করবেন তিনি।
[আরও পড়ুন: ধোনি যুগের অবসান? বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হল মাহিকে]
চোটের জন্য বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত ভুবনেশ্বর। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে দলের বাইরেই থাকতে হয়েছিল তাঁকে। এমনকী, বিশ্বকাপের তিনটি ম্যাচেও খেলতে পারেননি ভারতীয় পেসার। সুস্থ হওয়ার মাস চারেক পর জাতীয় দলে ফিরেছিলেন ভুবি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতেও দেখা যায় তাঁকে। কিন্তু মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ফের চোট পান টিম ইন্ডিয়ার পেসার। চোটের কথা মেডিক্যাল টিমকে জানান নিজেই ।
[আরও পড়ুন: রবিরার বিশ্বকাপ অভিযান শুরু ভারতের অনূর্ধ্ব-১৯ দলের, দেখুন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি]
এরপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, ভুবনেশ্বর কুমার বেশ কিছুদিন ধরেই ‘স্পোর্টস হার্নিয়া’য় ভুগছেন। অথচ, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা তা ধরতে পারেননি। তারপরই লন্ডনে উড়ে যান ভুবি। আপাতত কিছুদিন রিহ্যাব করবেন তিনি। তারপর সিদ্ধান্ত নেবেন জাতীয় দলে ফেরার ব্যপারে। উল্লেখ্য, এবছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভুবনেশ্বরের লক্ষ্য থাকবে তার আগেই জাতীয় দলে ফেরা। অন্যদিকে, জাতীয় দলের আরেক তারকা পৃথ্বী শ‘ চোট সারিয়ে ভারতীয় এ দলে যোগ দিয়েছেন।
The post লন্ডনে সফল অস্ত্রোপচার, দেশে ফিরে রিহ্যাবে যাবেন ভুবনেশ্বর কুমার appeared first on Sangbad Pratidin.