Advertisement
কাশবনে বিদ্যার শরতের গল্প, শারদীয়ার আমেজে বাংলাদেশি নায়িকা
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
শরতের পড়ন্ত বিকেল। তারই মাঝে কালো শাড়ি, লাল ব্লাউজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা। এপার বাংলাতেও তাঁর একাধিক কাজ। রাজা চন্দ পরিচালিত 'ব্ল্যাক' সিনেমায় সোহম চক্রবর্তীর সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ইয়েতি অভিযান' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বিদ্যা। জিতের সঙ্গে অভিনেত্রীর কাজ 'সুলতান' ও 'মানুষ' সিনেমায়।
বিদ্যার বাংলাদেশি ছবির তালিকায় রয়েছে 'আমার আছে জল', 'জোনাকির আলো', 'পদ্ম পাতার জল', 'পরাণ', 'অন্তর্জাল'। একাধিক টিভি সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে।
একসময় পরীমণির অভিযোগ ছিল, তাঁর স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে সম্পর্ক রয়েছে বিদ্যা সিনহা সাহা মিমের। অবশ্য এখন শরিফুল ও পরীমণি বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিকে ২০২২ সালে ঢাকার ব্যাঙ্কার সোনি পোদ্দারকে বিয়ে করেছেন মিম।
Published By: Suparna MajumderPosted: 03:42 PM Sep 27, 2024Updated: 09:55 PM Sep 27, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ