shono
Advertisement

Breaking News

দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন যুবক

অন্ধ এই বিশ্বাসেই কি মেলে মুক্তি? The post দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Jan 31, 2017Updated: 01:37 PM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন তিরিশ বছরের যুবক৷ মৃত সঞ্জয় নাট বিহারের বক্সার জেলার বাসিন্দা৷ মঙ্গলবার সকাল ছটা নাগাদ ঝাড়খণ্ডের বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে নিজের প্রাণ নেন তিনি৷

Advertisement

শুভ্রা কুণ্ডুর সঙ্গে মনোজের বিতর্কিত ফুটেজ নিয়ে তদন্তে ইডি

মন্দির কমিটির সদস্য শুভাশিস পান্ডা জানিয়েছেন, এদিন ভোররাতেই মন্দিরে এসে পৌঁছেছিলেন সঞ্জয়৷ বেশ কিছুক্ষণ ধরে ছিন্নমস্তার পূজা-অর্চনা করেন তিনি৷ তারপর মন্দির প্রাঙ্গনে সেই স্থানে যান যেখানে সাধারণত পশু বলি দেওয়া হত৷ সেখানে গিয়ে আচমকা ছুরি বার করে নিজের গলা কেটে দেন৷ ঘটনার পরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ বেশ কিছুক্ষণ ধরে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে৷ পরে আবার সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মন্দির৷

সন্ত্রাসবাদের যোগ্য জবাব সার্জিকাল স্ট্রাইক: রাষ্ট্রপতি

তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর অতীম কুমার জানিয়েছেন, সঞ্জয়ের বাবা বিহার পুলিশের হাবিলদার হিসেবে কাজ করেন৷ তাঁকে খবর দেওয়া হয়েছে৷ মৃতদেহ নেওয়ার জন্য রওনা দিয়েছে পরিবার৷ প্রাথমিক তদন্তের পরই মৃতদেহ তুলে দেওয়া হবে তাঁদের হাতে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই দেবী ছিন্নমস্তার ভক্ত সঞ্জয়৷ বেশ কিছুদিন ধরেই নিজের আরাধ্যর সঙ্গে মিলনের কথা শোনা যাচ্ছিল তাঁর মুখে৷

দু’মাস ধরে সহপাঠীদের হাতে যৌন নিগ্রহের শিকার ১৩ বছরের কিশোর

The post দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement