সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ হওয়ার ৭ বছর পর বাড়ি ফিরলেন ‘মৃত’ যুবক। ততদিনে শ্রাদ্ধশান্তি সেরে ফেলেছেন যুবকের বাবা-মা। আজব ঘটনায় থতমত বিহারের (Bihar) গ্রাম। অন্যদিকে ‘মৃত’ ছেলেকে ফিরে পেয়ে আনন্দাশ্রুতে ভাসছেন বাবা এবং মা। ঠিক কী ঘটেছিল?
ঘটনাটি পাটনার (Patna) কাছের একটি গ্রামের। ৭ বছর আগে নিখোঁজ হওয়া যুবকের নাম বিহারি রাই। ঘর ছাড়ার কিছুদিন আগে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছিল। বয়স তখন বছর ত্রিশেক। স্ত্রীর মৃত্যুশোকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন? কোনওভাবে তিনি দিল্লি পৌঁছে যান। সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন। এর পরেই দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থা বিহারির দায়িত্ব নেয়। সেখানেই দিন কাটছিল যুবকের।
[আরও পড়ুন: এবার বলিউডে পা প্রেমের টানে পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমার? প্রযোজক দিলেন প্রস্তাব!]
এদিকে হাজার খুঁজেই ছেলেকে পাননি বাবা-মা। উপায় না দেখে তাঁরা এক তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন। তিনি নিদান দেন, মৃত্যু হয়েছে ছেলের। তাঁর কথা বিশ্বাস করে ছেলের শ্রাদ্ধশান্তি করে ফেলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু সম্প্রতি নাটকীয় মোড় নেয় ঘটনা। স্থানীয় পঞ্চায়েত প্রধান দম্পতির সঙ্গে যোগাযোগ করে জানান, ছেলের খোঁজ মিলেছে। এমনকী সে জীবিত।
[আরও পড়ুন: লোকসভায় পেশ বিতর্কিত দিল্লি সার্ভিসেস বিল, মোদিকে সমর্থন নবীন পট্টনায়েকেরও]
দিল্লির ওই সংস্থাই পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানা গিয়েছে। সংস্থার তরফে বিহারির ছবিও পাঠানো হয়। যা দেখে ছেলেকে চিনতে পারেন বাবা-মা। ইতিমধ্যে পঞ্চায়েত এবং দিল্লির সংস্থার উদ্যোগে যুবককে গ্রামে ফেরানো হয়েছে। মৃত ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত গোটা পরিবার। প্রতিবেশীরা বলছেন, পুনর্জন্ম হল বিহারের বিহারির।