shono
Advertisement

ফের চিনা মাঞ্জায় বিপদ, মা উড়ালপুলের পর এবার শ্রীরামপুরে রক্তারক্তি

গুরুতর জখম হয়েছেন এক বাইক চালক।
Posted: 11:26 AM Sep 03, 2023Updated: 11:26 AM Sep 03, 2023

সুমন করাতি, হুগলি: ফের চিনা মাঞ্জায় বিপদ। গুরুতর জখম বাইকচালক। নাকে আঘাত লাগায় রক্তারক্তি কাণ্ড। নাকে দু’টি সেলাই পড়েছে তাঁর।

Advertisement

শ্রীরামপুর স্টেশনের উপরের ব্রিজ দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা স্বাগত মজুমদার। সেই সময় চিনা মাঞ্জায় নাক এবং চোখেও আঘাত পান তিনি। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। দু’টি সেলাই পড়েছে নাকে। স্বাগত মজুমদারের দাবি, “চিনা মাঞ্জায় এই বিপদ ঘটল। এর আগেও বহুবার মা ফ্লাইওভারে এই ঘটনা ঘটেছে। এখানেও একই সমস্যা। প্রশাসনকে বলব এই সুতো ব্যবহার যাতে না হয় সেদিকে নজর রাখা হোক।”

[আরও পড়ুন: এবার প্রতি হাসপাতালে মায়েদের জন্য স্তন্যপানের কক্ষ ‘পথ-ক্ষণিকা’, পুরসভার নয়া উদ্যোগ]

প্রসঙ্গত, নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে শহরের একাধিক ঘুড়ির বাজারে নজরদারির কথা আগেই বলেছিল প্রশাসন। তা সত্ত্বেও চলছে দেদার বিক্রিবাটা। আগেই শহরের একাধিক রাস্তা বিশেষত উড়ালপুলগুলিতে বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। উড়ালপুলে তারের জাল লাগিয়েও চিনা মাঞ্জার দৌরাত্ম্য পুরোপুরি কমানো যায়নি। নজরদারির ফাঁক গলে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনায় আশঙ্কায় ভুগছেন বাইকচালকরা।

[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে জোর ধাক্কা, বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement