সৈকত মাইতি, তমলুক: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনী প্রচারে গিয়ে বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করে বির্তকে জড়াচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবার বুধবার নন্দীগ্রামে (Nandigram) রামনবমীর উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যে মন্তব্য করলেন তমলুক (Tamluk) কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay), তাতে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড়। সাধারণ মানুষকে 'উত্তম-মধ্যম' দেওয়ার আইন বুঝিয়ে তিনি বলেন," রুখে দাঁড়ান, দুর্বৃত্তদের শায়েস্তা করুন। আত্মরক্ষার তাগিদে মানুষ যদি উত্তম-মধ্যম দেন, তাতে কোনও দোষ হবে না। এ কথা আইনেও বলা আছে।"
রাজনৈতিক কেরিয়ার শুরু করার আগে দীর্ঘদিন আইনজীবী ও পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ছিলেন অভিজিত গঙ্গোপাধ্যায়। আদালত থেকে পুলিশ, প্রশাসন যেখানে সাধারণ মানুষকে আইন নিজেদের হাতে না নেওয়ার কথা বলে, সেখানে দীর্ঘদিন বিচারপতি পদে থাকার পরও পদ্মপ্রার্থী অভিজিতের এহেন 'প্ররোচনা'মূলক বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে।
[আরও পড়ুন: ‘বিয়ের জন্য চিঠি আসে’, ছেলে দেবাংশুকে নিয়ে অকপট মা, জানালেন ‘ভয়ে’র কথাও]
এদিন সভা থেকেই তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করে তিনি বলেন, "আপনাদের দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে মানুষ জেগে উঠেছেন। এটা মনে রাখবেন, মানুষের আত্মরক্ষার অধিকার আছে। সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে, মানুষ যদি আপনাদের উত্তম-মধ্যম দেন, তাতে কোনও দোষ নেই। কারণ আত্মরক্ষার অধিকার আইনে বলা আছে। যাকে ভারতীয় দণ্ডবিধিতে বলা হয়েছে, 'রাইট টু প্রাইভেট ডিফেন্স।' রুখে দাঁড়ান দুর্বৃত্তদের শায়েস্তা করুন।" তাঁর মন্তব্যে উঠে আসে বাংলায় ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গও।