shono
Advertisement

দাড়িভিট কাণ্ডই মোক্ষম অস্ত্র, জেতার বিষয়ে আশাবাদী রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী

সেলিম-দীপাকে পাত্তা দিতে নারাজ বিজেপি নেত্রী৷ The post দাড়িভিট কাণ্ডই মোক্ষম অস্ত্র, জেতার বিষয়ে আশাবাদী রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:50 PM Mar 24, 2019Updated: 04:15 PM Apr 22, 2019

তনুজিৎ দাস: উর্দু শিক্ষকের নিয়োগকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট স্কুল৷ গুলিতে মৃত্যু হয় দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের৷ জনতার বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে যায় ইসলামপুর৷ যার আঁচ ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের একাধিক জায়গায়৷ সিবিআই তদন্তের দাবিতে সরব হন মৃত দুই ছাত্রের পরিবার৷ যদিও এখনও তাঁদের সেই দাবি পূরণ হয়নি৷ তবে কেটে গিয়েছে অনেকটা সময়৷ কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে সেই দাড়িভিট কাণ্ডকে খুঁচিয়ে দিয়ে আরও একবার রাজ্য সরকারকে আক্রমণ শানালেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরি৷ বুঝিয়ে দিলেন রায়গঞ্জের নির্বাচনী বৈতরণী টপকাতে প্রতিপক্ষের বিরুদ্ধে এটাই হতে চলেছে তাঁর মোক্ষম অস্ত্র৷

Advertisement

[ আরও পড়ুন: কঠিন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে রবিবাসরীয় প্রচারে রাহুল-লকেট  ]

দাড়িভিট কাণ্ডের সময় সরকারের ভূমিকার সমালোচনা করে রাজ্য বিজেপির এই সাধারণ সম্পাদিকা বলেন, ‘দাড়িভিট কাণ্ড রাজ্য সরকারের তোষামোদের এক মারাত্মক ফলাফল৷ ওই সময় রাজ্য সরকারের যে ভূমিকা ছিল, তা ওখানকার মানুষের মনে গেঁথে গিয়েছে৷ তাঁরা বুঝে গিয়েছেন, রাজ্য সরকার ওখানকার মানুষকে নিয়ে ঠিক কী করতে চান৷ তাই মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে৷’’ তিনি জানান, ‘‘ওই সময় তিনদিন আমি এখানে ছিলাম৷ ওঁদের পরিবারের পাশে ছিলাম৷ পরেও একাধিকবার এসেছি৷ আমাকে প্রার্থী ঘোষণার পর তাপস ও রাজেশের পাশে থাকার বার্তা দিয়েছে৷ ওরা ফোন করেছিল৷ আমি মানুষের মন পড়ে বুঝতে পেরেছি, এখানকার সাধারণ মানুষ বিজেপিকেই চাইছে৷’’

রাজ্যের যে কয়েকটি হেভিওয়েট আসন রয়েছে, তারমধ্যে রায়গঞ্জ অন্যতম৷ যে আসনগুলিকে কেন্দ্র করে ভেস্তে গিয়েছে বাম-কংগ্রেস জোটের প্রক্রিয়া, তাদের মধ্যেও রায়গঞ্জ উল্লেযোগ্য৷ এখানে সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে বিদায়ী সাংসদ মহম্মদ সেলিমকে৷ এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দীপা দাসমুন্সিকে৷ যাঁদের তুলনায় অনেকটাই অনভিজ্ঞ দেবশ্রী চৌধুরি৷ কিন্তু তাও প্রতিপক্ষকে পরোয়া করছেন না তিনি৷ স্পষ্ট ভাষায় জানালেন, ‘‘মহম্মদ সেলিমই হোন বা দীপা দাসমুন্সি, তাঁরা লড়াইতে নেই৷ সিপিএম এরাজ্যে ব্রাত্য৷ কংগ্রেস কী করতে রয়েছে বা আগামীতে কী করবে, তা মানুষ বুঝতে পারছে না৷ এবং মানুষ বুঝে গিয়েছে তৃণমূল অগণতান্ত্রিক এবং খুনোখুনির রাজনীতি করছে৷ তাই বিজেপির কোনও বিকল্প নেই৷’’

[ আরও পড়ুন: শহর পরিক্রমার মধ্যে দিয়ে নবদ্বীপে সমাপ্ত ঐতিহ্যবাহী ১৪ মাদল উৎসব ]

প্রতিপক্ষের খামতি ধরে ধরে এদিন সিপিএমকংগ্রেস আক্রমণ করেন বিজেপি প্রার্থী৷ অভিযোগ করে, বিগত সময়ে যাঁরাই সাংসদ হয়েছেন উত্তর দিনাজপুরকে পিছনের দিকে নিয়ে গিয়েছে৷ কোনও উন্নয়ন হয়নি৷ বিশেষ করে রেল যোগাযোগ অনুন্নত৷ রায়গঞ্জ মানেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির স্মৃতিধন্য স্থান৷ সেকথা মাথায় রেখেই দেবশ্রী চৌধুরি অভিযোগ করেন, ‘‘চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রায়গঞ্জ পিছিয়ে রয়েছে৷ এখানকার আগের সাংসদ দীপা দাসমুন্সি এবং তাঁর প্রয়াত স্বামী প্রিয়রঞ্জন দাসমুন্সি সাধারণ মানুষকে প্রত্যেকবার এইমসের প্রলোভন দেখিয়েছেন৷ কিন্তু বাস্তবে তা পূরণ হয়নি৷ কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল কিন্তু তাও কাজ হয়নি৷’’ রাজ্য সরকারের সমালোচনা করে দেবশ্রী বলেন, ‘‘কেন্দ্রের তরফে পাঠানো শৌচালয়ের টাকা এখানে লুট হয়৷ তা তৃণমূলের ক্যাডাররা পায়৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সব কা সাথ,সবকা বিকাশ’এর স্লোগান দিয়ে তিনি বলেন, ‘‘সমাজের প্রান্তিক মানুষদের জন্য কাজ করাই বিজেপির লক্ষ্য৷ এখান থেকে জয় পেলে তাই হবে৷’’

The post দাড়িভিট কাণ্ডই মোক্ষম অস্ত্র, জেতার বিষয়ে আশাবাদী রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement