স্টাফ রিপোর্টার, কলকাতা ও নদিয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিকল্প হিসেবে বিজেপি (BJP) নিজেদের তুলে ধরতে ব্যর্থ হয়েছিল। একুশের ফল খারাপ হওয়ার পিছনে এটা বড় কারণ বলে মনে করছেন বিজেপির সর্বভারতী সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একুশের ভোটে হারের ব্যাখ্যা দিতে গিয়ে একটি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে দিলীপবাবু বলেছেন, “রাজ্যে আমাদের ব্যর্থতা যে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দিতে পারিনি। যেটা অন্য রাজ্যে পেরেছি। এখানে অক্ষমতা রয়েছে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-আন্দোলন থেকে বঙ্গের বিজেপি কর্মীদের যে শেখার রয়েছে সে কথা খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কলকাতায় এসে দলীয় বৈঠকে বলে গিয়েছিলেন। দলের নেতা-কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের উদাহরণ দিয়েছিলেন শাহ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও কার্যত সেই একই সুরে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে উঠতে পারেনি বিজেপি। তাই দিলীপের স্বীকারোক্তি, বাংলায় মানুষের কাছে কোনও বিকল্প ছিল না। তাই তারা সেই তৃণমূলকেই এনেছে
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনার পজিটিভিটি রেট, প্রাণ হারালেন একজন]
দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। যা নিয়ে বিতর্ক কম হয়নি। সংবাদ মাধ্যমে সেই প্রসঙ্গে বলতে গিয়ে নিজের সেই মন্তব্যে অনড় মেদিনীপুরের সাংসদ। দিলীপবাবুর বক্তব্য, “ভুল বলিনি। এখনও বলছি সুকান্তর অভিজ্ঞতা কম। কেউ অভিজ্ঞতা নিয়ে কাজ করতে আসে না। কাজ করতে করতে অভিজ্ঞতা হয়।”
[আরও পড়ুন: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা, বধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে]
এদিকে, রবিবার রানাঘাটে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে অংশ নেন দিলীপ ঘোষ। বাংলা থেকে সরিয়ে তাঁকে ভিন রাজ্যে দায়িত্ব দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবুর দাবি, “বাংলাতেই তো বসে আছি। অল ইন্ডিয়ার দায়িত্ব তো কাউকে নিতেই হবে। যারা রাজ্যে কাজ করেছেন। অভিজ্ঞতা আছে। এটাই স্বাভাবিক। কঠিন রাজ্যগুলির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।” সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ক্ষমতাকে কুক্ষিগত করেছে তৃণমূল।