shono
Advertisement

Breaking News

ঝুলে রইল উলেন রায়ের দ্বিতীয়বারের ময়নাতদন্ত, আদালতের সিদ্ধান্তে অসন্তুষ্ট বিজেপি

নিহতের পরিবার চাইলে উচ্চ আদালতে আবেদন করার ভাবনা বিজেপির।
Posted: 06:30 PM Dec 11, 2020Updated: 06:30 PM Dec 11, 2020

শান্তনু কর, জলপাইগুড়ি: ঝুলে রইল উলেন রায়ের (Ulen Roy) দ্বিতীয়বারের ময়নাতদন্ত। সিজেএম আদালতের রায়কে বহাল রেখে আগে আগামী ৩ দিনের মধ্যে দু’পক্ষের শুনানি হবে জলপাইগুড়ি আদালতে। তারপরই নেওয়া হবে ময়নাতদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত। জলপাইগুড়ি আদালতের এই রায়ে অখুশি বিজেপি। পরিবার চাইলে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান বিজেপির লিগ্যাল সেলের আইনজীবী সৌজিত সিংহ।

Advertisement

সোমবার উত্তরকন্যা অভিযান ছিল বিজেপির (BJP)। একাধিক জায়গায় মিছিলে বাধা দেওয়া হয়। তাতেই পুলিশের সঙ্গে মিছিলকারীদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে জলকামানের বন্দোবস্তও ছিল। তারই মাঝে উলেন রায় এক বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বলেই দাবি গেরুয়া শিবিরের। তাদের তরফে দাবি করা হয়, পুলিশের ছোঁড়া রবার বুলেটের আঘাতেই প্রাণহানি হয়েছে উলেন রায়ের। এরপর রাতেই তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়। এমনকী দেহ সৎকারের জন্য পরিজনদের উপর চাপ তৈরি করা হয় বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও সে দাবি খারিজ করে দেয় রাজ্য পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে উলেন রায়ের দেহে ছররা গুলির আঘাতের চিহ্ন মেলার কথা উল্লেখ করা হয়। তবে টুইটে রাজ্য পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, ওই ধরনের ছররা গুলি পুলিশ ব্যবহার করে না। পরিবর্তে দাবি করা হয়, ওই গুলি মিছিলকারীরাই ব্যবহার করেছে। এছাড়াও বলা হয়, উলেন রায়কে খুব কাছ থেকে গুলি করা হয়। পুলিশের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা বলে বিজেপি।

[আরও পড়ুন: জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন উঃ ২৪ পরগনার প্রভাবশালী তৃণমূল নেতা রতন ঘোষ]

সেই অনুযায়ী সিজেএম আদালত বিজেপির দাবি মেনে নেয়। তিন চিকিৎসকের উপস্থিতিতে উত্তরবঙ্গে মেডিক্যালে দ্বিতীয়বার ময়নাতদন্তের রায়ও দেয়। তবে বৃহস্পতিবার পুলিশের তরফে এই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়। শুক্রবারও ঝুলে রইল ময়নাতদন্তের ভাগ্য। আগামী তিনদিনের মধ্যে দু’পক্ষের কথোপকথন শুনে মামলার শুনানি হবে। তারপরই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

[আরও পড়ুন: আদালতে আত্মসমর্পণ গরু পাচার কাণ্ডের মূলচক্রী এনামুলের, হাজির সতীশ কুমারও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement