shono
Advertisement

সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় স্ত্রীর নগ্ন ছবি পোস্ট, গ্রেপ্তার বিজেপি নেতার দাদা

বিজেপি নেতার দাদাকে গ্রেপ্তারির ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
Posted: 11:40 AM Oct 20, 2021Updated: 12:48 PM Oct 20, 2021

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিবাহবিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে। আবার তার উপর দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের অভিযোগ। দু’টি অভিযোগেই গ্রেপ্তার বাঁকুড়ার (Bankura) সোনামুখী মণ্ডল-২ বিজেপির মণ্ডল সভাপতির দাদা। তার গ্রেপ্তারিতে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশকে মারধর করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়ার সোনামুখী থানার কুরুমপুর গ্রাম। বিজেপি নেতার দাদাকে গ্রেপ্তারির ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

Advertisement

বাঁকুড়ার সোনামুখী মণ্ডল-২ বিজেপি (BJP) সভাপতি চঞ্চল সরকারের দাদা জয়ন্ত সরকার ধৃত। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি বিদেশে থাকেন। উৎসবের মরশুমে গ্রামের বাড়িতে এসেছিল সে। স্ত্রী এবং মেয়েও রয়েছে জয়ন্তর। তা সত্ত্বেও নদিয়ার কল্যাণীর এক মহিলাকে বিয়ে করে বিজেপি মণ্ডল সভাপতির দাদা। অভিযোগ, বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রীর উপর অত্যাচার করা শুরু হয়। সম্প্রতি তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বলেও অভিযোগ।

[আরও পড়ুন: নাম বদলে যাচ্ছে ফেসবুকের! আগামী সপ্তাহেই নতুন পরিচয় পেতে পারে জুকারবার্গের সংস্থা]

সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বাধ্য হয়ে কল্যাণী থানার দ্বারস্থ হন ওই মহিলা। পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই কল্যাণী থানার পুলিশ বিজেপি মণ্ডল সভাপতির দাদাকে গ্রেপ্তার করে। সেই অভিযোগের ভিত্তিতেই কল্যাণী থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোনামুখী থানার পুলিশ কুরুমপুরে যায়। জয়ন্ত সরকারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বিজেপি নেতার দাদাকে গ্রেপ্তার করতে গেলে হেনস্তার শিকার হয় পুলিশ। পুলিশকর্মীদের মারধর করা হয়। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতার পরিজনেরা। তাদের পালটা অভিযোগ, পুলিশ বাড়ির দরজা ভেঙে দিয়েছে। জয়ন্ত সরকারকে প্রকাশ্যে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশকে মারধরের ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। এই ঘটনার পর থেকে বিজেপি নেতা চঞ্চল সরকারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই দাবি।

[আরও পড়ুন: হা ঈশ্বর…! চলন্ত ট্রেনে ধর্ষিতা তরুণী, প্রতিবাদ না করে ভিডিও তুলল অগণিত যাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার