সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ‘গো হারা’ করার দাবিও জানিয়ে রাখলেন তিনি। শনিবার তমলুকের সভা থেকে কদর্য ভাষায় তৃণমূলকে আক্রমণ শানান বিরোধী দলনেতা।
বিরোধী দলনেতার দাবি, শুভেন্দু (Suvendu Adhikari) আতঙ্কে ভুগছেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের ফলাফল এখনও তাড়া করছে তাঁকে। এর পরই দুর্নীতি ইস্যু টেনে শুভেন্দুর হুঙ্কার, “লোকসভা ভোট আসছে। ভোটে সমস্ত দুর্নীতিবাজদের হটাতে হবে। এদের পরিণতি কী হয় দেখতে থাকুন। এটাই মোদি সরকার। না খাউঙ্গা, না খানেদুঙ্গা।” রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গও টেনে আনেন তিনি। এর পরই তাঁর ডাক, “লোকসভা ভোটে এই আটা চোর, গম চোর, বালি চোর, কয়লা চোর তোলামূলীদের হারাতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিন।”
[আরও পড়ুন: ‘বাবাকে জিজ্ঞেস করুন শুভেন্দু’, অধিকারী পরিবারের সম্পত্তির ‘পর্দাফাঁস’ কুণালের]
লোকসভা ভোটে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হারানোর চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু। বললেন, “ওঁর আবার প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে! ক্ষমতা থাকলে কাঁথি, তমলুকে আসুক মমতা বন্দ্যোপাধ্যায়। আবার হারাব। বলে বলে হারাব। ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাব। অন্য় লোককে দাঁড় করিয়ে হারাব। বিজেপিকে জেতাব।” স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার এই চ্যালেঞ্জ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, বিধানসভা ভোটে নন্দীগ্রামে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী সামান্য মার্জিনে জয় পায়। তবে ভোটের সেই ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে।