সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীদিবসে মহিলাদের কথা উল্লেখ করে বোমা ফাটালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। আরও একবার বিতর্কে জড়ালেন তিনি। তার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির। পালটা জবাব দিয়েছে তৃণমূলও।
শুক্রবার সকালে তথাগত রায় X হ্যান্ডেলে লেখেন, “নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের ও আরএসএস সংগঠকদের বিভিন্নভাবে তৃণমূল বিষকন্যা, সুন্দরী মহিলা, আত্মীয়াদের ব্যবহার করে মানসিক বিড়ম্বনা, সময় নষ্ট, চরিত্রহনন ও পুলিশ কেস দেওয়ার চেষ্টা করবে। এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন বাড়িতে যাওয়া, মোবাইলে কথা বলা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন সোশাল মিডিয়ায় চ্যাট অডিও ও ভিডিও কলিংয়ের ব্যাপারে খুব সতর্ক থাকতে কর্মীদের বলা দরকার। এর পাশাপাশি ভুয়ো মোবাইল নম্বর ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সরকারিভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।”
[আরও পড়ুন: প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন, তমলুকে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ?]
‘তৃণমূলের বিষকন্যা’ বলতে তিনি কার কথা বলতে চাইলেন, তা এখনও স্পষ্ট নয়। মহিলাদের নিয়ে এহেন ভাবনায় স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। একজন প্রাক্তন রাজ্যপালের এহেন শব্দচয়ন নিয়ে স্বাভাবিকভাবেই জোর শোরগোল। তবে মহিলাদের কথা উল্লেখ করে এমন কুরুচিকর পোস্টের জোরাল সমালোচনা করেছে তৃণমূল। শাসক শিবিরের মতে, সন্দেশখালিকে সামনে রেখে বিজেপি বাংলায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। কিন্তু আদতে ওরা যে নারীদের সম্মান করে না, তা তথাগত রায়ের এই পোস্ট থেকে প্রমাণিত হল। লোকসভা নির্বাচনের আগে বর্ষীয়ান বিজেপি নেতা এমন দাবিতে অস্বস্তিতে গেরুয়া শিবিরও। এই প্রথমবার নয়, অবশ্য এর আগেও নানা X হ্যান্ডেলে নানা বিস্ফোরক দাবি করে নিজের দলকে বিপাকে ফেলেছেন তথাগত রায়।