shono
Advertisement

দেশের ৬ কেন্দ্রের উপনির্বাচনে সাফল্য কংগ্রেসের, মহারাষ্ট্রে ধাক্কা বিজেপির

একটি বিধানসভা কেন্দ্র হাতছাড়া হল হাতশিবিরের।
Posted: 05:42 PM Mar 02, 2023Updated: 05:42 PM Mar 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৫ রাজ্যের মোট ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By Election) ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ফল প্রকাশের পরে দেখা গিয়েছে, ছয় কেন্দ্রের মধ্যে তিনটিতেই জয়ের পথে কংগ্রেস (Congress)। দু’টি কেন্দ্রে এগিয়ে বিজেপি (BJP)। ঝাড়খণ্ডে এগিয়ে রয়েছে এনডিএ। এর মধ্যে দু’টি আসন নতুন করে নিজেদের দখলে ফিরিয়ে এনেছে কংগ্রেস।

Advertisement

বিধায়কের মৃত্যুর জেরে মহারাষ্ট্রের দু’টি কেন্দ্রে ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচন হয়। কসবা পেথ ও চিঁচড়- দুই কেন্দ্রই বিজেপির দখলে ছিল। তবে উপনির্বাচনের পর কসবা পেথ কেন্দ্রটি গেরুয়া শিবিরের হাতছাড়া হল। ওই কেন্দ্রে জয় পেলেন কংগ্রেস প্রার্থী রবীন্দ্র ধাঙ্গেকর। তবে অপর কেন্দ্র চিঁচড় কেন্দ্র ধরে রেখেছে বিজেপি। এনসিপি প্রার্থীকে পিছনে ফেলে দিয়েছেন লক্ষ্মণ জাগতপ।

[আরও পড়ুন: প্রথমবার ভোটে দাঁড়িয়ে সাগরদিঘিতে বাজিমাত, জেনে নিন কে এই বায়রন বিশ্বাস?]

তামিলনাড়ুর পূর্ব ইরোড কেন্দ্রে বিধায়কের মৃত্যুর পরে উপনির্বাচন হয়। কংগ্রেসের দখলে থাকা আসনে নির্বাচনের পরেও এগিয়ে রয়েছে হাত শিবিরই। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পিছনে ফেলেছেন এভিকেএস এলানগোভান। পশ্চিমবঙ্গের সাগরদিঘিতেও তৃণমূল বিধায়কের মৃত্যুর পর উপনির্বাচন হয়। সেখানেও জয়ী হন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।

ঝাড়খণ্ডের রামগড়ের বিধায়ক মমতা দেবীর বিধায়কপদ খারিজ হয়। তার জেরেই ২৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রে উপনির্বাচনের নির্দেশ দেওয়া হয়। কংগ্রেস বিধায়কের পদ খারিজ হতেই ওই কেন্দ্রের সাফল্য পেয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেসকে হারিয়েছেন এনডিএ প্রার্থী সুনীতা চৌধুরি। অন্যদিকে, অরুণাচল প্রদেশের লুমলা কেন্দ্রের বিধায়কের মৃত্যুর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপি প্রার্থী।

[আরও পড়ুন: বিজেপির ভোট নিয়েই সাগরদিঘিতে জয় কংগ্রেসের! ‘অনৈতিক জোট’কে তোপ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement