shono
Advertisement

Breaking News

অগ্নিমিত্রা পলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক! লালবাজারের দ্বারস্থ বিজেপি বিধায়ক

সোমবার রাতে বিষয়টি বুঝতে পারেন অগ্নিমিত্রা পল।
Posted: 09:42 AM Sep 14, 2021Updated: 09:53 AM Sep 14, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের (BJP MLA Agnimitra Paul) টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ। লালবাজার (Lalbazar) সাইবার সেলের দ্বারস্থ হলেন বিধায়ক। তাঁর প্রোফাইল থেকে মেসেজ করা হলে তাতে উত্তর না দেওয়ার আরজি জানিয়েছেন তিনি।    

Advertisement

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বুঝতে পারেন যে তাঁর টুইটার (Twitter) হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। জানতে পারেন, তাঁর নাম করে পরিচিতদের মেসেজও করা হচ্ছে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন বিজেপি নেত্রী। বিষয়টি লালবাজার সাইবার সেলে জানান। পাশাপাশি, ইতিমধ্যেই পরিচিতদের ব্যক্তিগতভাবে বিষয়টি জানিয়েছেন অগ্নিমিত্রা পল। তাঁর টুইটার থেকে কোনও প্রকার মেসেজ করা হলে তার উত্তর যেন না দেওয়া হয়। 

[আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছে টাকা দাবি! কাঠগড়ায় নার্সিংহোম]

ফাইল ছবি

জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি। রাজনৈতিক শত্রুতার কারণে এই ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে তাও। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করার আরজি জানিয়েছেন বিধায়ক। 

[আরও পড়ুন: বেহালা জোড়া খুন: দিদি ও ভাগ্নেকে হত্যার পর লুটের গয়না বিক্রি করে মদ কেনে দুই ভাই! প্রকাশ্যে নয়া তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement