shono
Advertisement

Breaking News

Kolkata Accident

দুমড়ে মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম আরোহী, হেস্টিংস মোড়ে ভয়াবহ দুর্ঘটনা

ওই গাড়িটিতে ধাক্কা মারে মুরগিবোঝাই লরি।
Published By: Sayani SenPosted: 01:06 PM Dec 26, 2025Updated: 02:18 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা (Kolkata Accident)। গাড়িতে ধাক্কা মুরগিবোঝাই লরির। জখম ওই গাড়ির এক আরোহী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

ব্যক্তিগত গাড়ি চড়ে একই পরিবারের চার সদস্য মেটিয়াবুরুজ থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসছিল মুরগিবোঝাই লরি। হেস্টিংস মোড়ের কাছেই অঘটন। অভিযোগ, ট্রাফিক বিধি না মেনে বাঁদিকের বদলে ডানদিকে চলে যান লরিচালক। তাতেই ধাক্কা লাগে। প্রায় থেঁতলে যায় গাড়ির সামনের অংশ। জখম হন গাড়ির পিছনের আসনে থাকা বছর সাতাশের এক যুবক। জখম বিকাশ মাহাতোর মাথা ফেটে গিয়েছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালকের চোটাঘাত তেমন লাগেনি। কারণ, গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

এই ঘটনার পর লরি হেস্টিংস মোড়ে রেখে পালিয়ে যায় চালক। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুরগিবোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। লরিচালক মদ্যপ ছিলেন? নাকি ভোররাতে ঘুমিয়ে পড়েছিলেন? লরির গতি অনেক বেশি ছিল? এই দুর্ঘটনার পর এমন নানা প্রশ্নের জট। পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। গাড়িতে ধাক্কা মুরগিবোঝাই লরির।
  • জখম ওই গাড়ির এক আরোহী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত।
Advertisement