সম্যক খান, মেদিনীপুর: ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর (দেব) বিরুদ্ধে এবার কাটমানির ভাগ নেওয়ার অভিযোগ তুললেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ কর্মসূচিতে মেদিনীপুর সদর ব্লকের শিরোমণিতে হাজির হয়েছিলেন হিরণ (Hiran Chatterjee)। সেখানেই সংবাদমাধ্যমের সামনে দেবের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিনেতার দাবি, সমস্ত সরকারি প্রকল্পে ৩০ শতাংশ কাটমানি নিয়েছেন ঘাটালের সাংসদ দেব। শুধু তাই নয়, কয়েকজন এজেন্ট ছেড়ে রেখেছেন বলেও অভিযোগ করেন হিরণ।
[আরও পড়ুন: রাজ্যে পুরনো গাড়ি কেনাবেচায় নতুন নিয়ম পরিবহণ দপ্তরের, জেনে নিন খুঁটিনাটি]
মাত্র ২৪ ঘণ্টা আগে দেবের (Dev) এক জ্যাঠতুতো ভাই আবাস যোজনা প্রকল্পে নিজের দলেরই নিচুতলার নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, কাটমানির জেরে বাড়ি তৈরির টাকা পেয়েও আর শেষমেশ তা তৈরি করা হয়নি তাঁর। তারপরই রবিবার নতুন করে দেবকে আক্রমণ করলেন হিরণ। এর আগে, গরু পাচারের সঙ্গে যুক্ত দেব বলে সুর চড়িয়েছিলেন বিজেপি বিধায়ক। বলেছিলেন, দীপক অধিকারী দুর্নীতিতে জড়িত। এনামুলের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন। যার পালটা দিতে ছাড়েননি দেবও। বলে দেন, “আপনার (হিরণ) কাছে যদি প্রমাণ থাকে তাহলে দয়া করে আপনি সিবিআই, ইডি’র কাছে যান।” তবে রবিবার হিরণের মন্তব্যের এখনও পর্যন্ত কোনও পালটা দেননি ঘাটালের তৃণমূল সাংসদ।
তবে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি হিরণকে একহাত নিয়ে বলছেন, দেব ফোবিয়ায় ভুগছেন হিরণ। মেদিনীপুরে দিলীপ ঘোষ সাংসদ থাকায় এখানকার টিকিট তিনি পাবেন না। তাই কেউ হয়তো তাঁকে ঘাটালের টিকিট পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েছে। সেই কারণেই উলটোপালটা বকছেন। যদিও এসবে কিছু লাভ হবে না বলেই মন্তব্য করেছেন অজিতবাবু।