shono
Advertisement

‘ঝুমঝুমি ছাড়া কিছু দেবে না’, বাবুলের মেয়র পদপ্রার্থী হওয়ার জল্পনা নিয়ে কটাক্ষ দিলীপের

পালটা দিলেন বাবুল।
Posted: 03:48 PM Nov 16, 2021Updated: 07:40 PM Nov 16, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দীর্ঘদিন এক সঙ্গে এক দলের হয়ে লড়াই করেছেন। তবে দিলীপ ঘোষ-বাবুল সুপ্রিয়র সখ্য যে কোনওদিনই ছিল না, তা বলাই বাহুল্য। বিজেপি ত্যাগের পরই মেদিনীপুরের সাংসদকে তুলোধোনা করেছিলেন বাবুল (Babul Supriyo)। মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ। বললেন, “তৃণমূল ওঁকে ঝুমঝুমি ছাড়া কিছুই দেবে না।” পালটা প্রাক্তন সহযোদ্ধাকে ‘জোকার’ বলে কটাক্ষ করলেন বাবুল।

Advertisement

কলকাতা পুরভোটে কাকে মেয়রের পদপ্রার্থী করবে তৃণমূল, তা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। কারণ, দলের এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী, এবার ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মেয়র হওয়ার সম্ভাবনা কম। এদিকে শোনা যাচ্ছে, মেয়রের পদপ্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায়। সকলের মনেই প্রশ্ন, সত্যিই কি বাবুল সু্প্রিয়ই মেয়র পদপ্রার্থী হতে চলেছেন।

[আরও পড়ুন: দ্রুতই ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার, বিধানসভায় ঘোষণা শিক্ষামন্ত্রীর]

মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে বাবুল সুপ্রিয়র মেয়র পদপ্রার্থী হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষ করে বললেন, “তৃণমূল বাবুল সুপ্রিয়র জন্য কিছু করবে না। কিছুই দেবে না। তৃণমূল শুধুই ওঁকে ঝুমঝুমি দেবে।” পাশাপাশি জল্পনা উড়িয়ে তিনি বলেন, “বাবুল তো কলকাতায় কাজই করেন না। উনি তো কলকাতার ভোটারই নন।” পালটা দিয়েছেন তৃণমূল নেতা বাবুল। দিলীপ ঘোষকে জোকার বলে কটাক্ষ করে তিনি বলেন, “উনি তো অনেক কিছুই বলেন। ওঁর কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।”

উল্লেখ্য, বহু বছর কলকাতার কৈলাস বোস স্ট্রিট এলাকার ভোটার ছিলেন বাবুল সুপ্রিয়। ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন। অতি অল্প সময়েই কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ২০১৪ সালেই লোকসভা নির্বাচনে জয়ী হন। আসানসোলের সাংসদ হওয়ার পর সেখানকার ভোটার হন বাবুল। তবে কলকাতায় তাঁর পৈতৃক বাড়িটি এখনও রয়েছে। 

[আরও পড়ুন: অনিশ্চয়তার মুখে কলকাতা-হাওড়া পুরভোট, এখনই বিজ্ঞপ্তি নয়, হাই কোর্টে জানাল কমিশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement