shono
Advertisement

Breaking News

সংসদে হামলাকারীদের পাস দেওয়া বিজেপি সাংসদের ভাই গ্রেপ্তার

বিক্রম সিমহাকে প্রেপ্তার করেছে কংগ্রেস শাসিত কর্নাটকের পুলিশ।
Posted: 10:57 AM Dec 31, 2023Updated: 12:15 PM Dec 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ। গ্রেপ্তার কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ভাই বিক্রম সিমহা। এই প্রতাপ সিমহাই ১৩ ডিসেম্বর সংসদে হামলাকারীদের লোকসভায় প্রবেশের পাস দিয়েছিলেন।

Advertisement

প্রতাপ সিমহার ভাই বিক্রম সিমহাকে (Bikram Simha) প্রেপ্তার করেছে কংগ্রেস শাসিত কর্নাটকের পুলিশ। তাঁর বিরুদ্ধে বিনা অনুমতিতে গাছ কাটা এবং কাঠ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ, কর্নাটকের হাসান জেলায় কমপক্ষে ১২৬টি বড় বড় গাছ কেটেছেন বিক্রম। ওই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র তাঁর কাছে ছিল না। ওই গাছের কাঠও পাচার করেছেন তিনি।

[আরও পড়ুন: SSKM-এ মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার নিয়ে ‘মিথ্যাচার’ শুভেন্দুর, কড়া জবাব দিল তৃণমূল]

বিক্রম সিমহার বিরুদ্ধে অভিযোগ, তিনি বন দপ্তরের অনুমতি ছাড়া যথেচ্ছভাবে গাছ কাটছেন তিনি। শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারির পর বিজেপি সাংসদের ভাইকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বনদপ্তরই মামলা করেছিল। বন সংরক্ষণ, উদ্ভিদ সংরক্ষণ আইন ভাঙার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

[আরও পড়ুন: দেগঙ্গা বইমেলায় দুর্ঘটনা, অনুপমের অনুষ্ঠান দেখতে ভাঙল ব্যারিকেড, আহত বহু]

বিক্রমের দাদা প্রতাপ সিমহা মাইসুরুর সাংসদ। সংসদ হামলার চক্রীদের সংসদে ঢোকার পাস ইস্যু করেছিলেন এই প্রতাপ সিমহাই। সংসদে হামলার পর দুসপ্তাহ পেরিয়ে গেলেও দলের সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি বিজেপি। দিল্লি পুলিশ প্রতাপের বিরুদ্ধে এফআইআর করার উদ্যোগ নিয়েছিল বটে। কিন্তু সে নিয়ে এখনও কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement