নন্দিতা রায়, নয়াদিল্লি: বাংলায় ভোট পরবর্তী হিংসার (Post Poll Violation) অভিযোগে বারবার সুর চড়িয়েছে বিজেপি। এবার তার আঁচ দিল্লিতেও (Delhi)। ভোট পরবর্তী হিংসা, নারী নির্যাতন-সহ একাধিক অভিযোগে সংসদের সামনে বিক্ষোভ বিজেপি সাংসদদের। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
গত শনিবার রাতে হাওড়ার আমতায় (Amta) এক অসুস্থ মহিলা গণধর্ষণের শিকার হন। অভিযোগ, মহিলার স্বামী ও ছেলে বাড়িতে না থাকার সুযোগে বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। ধর্ষণ করে ওই দুষ্কৃতীরা। তারপর হাত-পা বেঁধে পালিয়ে যায় তারা। গৃহবধূকে পরে প্রতিবেশীরা উদ্ধার করেন। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। রবিবার রাতে ৫ অভিযুক্তের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। দেবাশিস রানা ও কুতুবুদ্দিন মল্লিক নামে ২ জনকে গ্রেপ্তার করেছে। এরা তৃণমূল (TMC) নেতা বলে পরিচিত এলাকায়। গৃহবধূর স্বামী সক্রিয় বিজেপি (BJP) কর্মী হিসেবে একুশের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) কাজ করেছিলেন। সেই প্রতিহিংসায় ধর্ষণ বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।
[আরও পড়ুন: Oxygen death corona: অক্সিজেনের অভাবে মৃত্যু হয়নি! কেন্দ্রের পক্ষেই মত অধিকাংশ রাজ্যের]
এই ঘটনার প্রতিবাদে বুধবার সংসদের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) সাংসদরা। এ প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “পাড়ায় পাড়ায় খুন, ধর্ষণ লেগে রয়েছে। ৩ দিন আগেও মহিলা গণধর্ষণের শিকার হন। পুলিশে অভিযোগ দায়ের করেছে। গ্রেপ্তার হয়েছে। ভোট পরবর্তী রাজ্যে পঞ্চাশ জনেরও বেশি মহিলার উপর অত্যাচার হয়েছে। গণধর্ষণ হয়েছে। পুলিশ অভিযোগ নেয় না। বিজেপি কর্মীদের বিরুদ্ধে ৩৫ হাজার ভুয়ো মামলা রয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, জেপি নাড্ডার উপর হামলা হয়েছে। ১৮৫ জন কর্মীকে হত্যা করা হয়েছে। বাংলায় মগের মুল্লুক চলছে। গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে। নারী নির্যাতন, হত্যা জলভাত হয়ে গিয়েছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) সরাসরি আক্রমণ করেন দিলীপ ঘোষ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে বলেও অভিযোগ তাঁর। ত্রিপুরায় (Tripura) তৃণমূল নেতৃত্বের উপর হামলার ঘটনাকেও এদিন আরও একবার কটাক্ষ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।
দেখুন ভিডিও: