জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির দলীয় কর্মীদের নিয়ে আয়োজন করা পিকনিকেও গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি নেতাদের একে অপরের উপর কটূক্তিকে কেন্দ্র করে চাপা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের কটাক্ষের শিকার বিজেপি।
বিজেপি সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বনগাঁ ১ মাইল পোস্ট এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছিল একটি। বনগাঁ উত্তরের দক্ষিণ মণ্ডলের কনভেনার দিব্যেন্দু বিকাশ বৈরাগী ও পিন্টু মিস্ত্রিরা ছিলেন দায়িত্বে৷ সঙ্গে ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া-সহ একাধিক বিজেপির নেতা-কর্মী৷ সেখানে বনগাঁ সাংগঠনিক জেলার পিকনিক বলে ব্যানার দেওয়া হয়৷ অন্যদিকে, বনগাঁর পোলতা শালবাগানে বনগাঁ সংগঠনিক জেলা সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষের নেতৃত্বে অপর একটি পিকনিকের আয়োজন করা হয়। জ্ঞানবাবুর পিকনিকেও একাধিক বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[আরও পড়ুন: ভোরে উঠে রান্নার সময়ই মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় সিলিন্ডার ফেটে মৃত বাংলার ৬ জন]
পাঁচশো মিটারের ব্যবধানে বিজেপির দুই পিকনিককে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ মুখোমুখি কোনও পক্ষই অশান্তিতে না জড়ালেও পিকনিক থেকে একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি করে বলে অভিযোগ। ফের প্রকাশ্যে চলে আসে গোষ্ঠীদ্বন্দ্ব। এ বিষয়ে জ্ঞানপ্রকাশ ঘোষ বলেন, “দিব্যেন্দু ও পিন্টুবাবুরা পিকনিক করছেন। ওরা তৃণমূল থেকে এসেছেন। ওটা তৃণমূলের কালচারের পিকনিক। তাই আমরাও পিকনিক করছি।” গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন দিব্যেন্দুবিকাশ বৈরাগী এবং বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, “কে কী বলল সেটা নিয়ে ভেবে লাভ নেই৷ এটা আমাদের সংগঠনের পিকনিক।” বিজেপির পিকনিক নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি৷ ওদের পিকনিকেও সেই গোষ্ঠীদ্বন্দই দেখা গেল। পিকনিক নিয়ে ওদের মধ্যে অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছে।”