সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন দিল্লি নির্বাচনের আগে প্রচারে কোনও ঘাটতি রাখতে চাইছে না বিজেপি। তাই এবার আম আদমি পার্টির (AAP) ভোটব্যাংকের দিকে হাত বাড়াতে অভিনব পন্থা অবলম্বন করছেন গেরুয়া শিবিরের সাংসদরা। আপের অন্যতম ভোটব্যাংক রাজধানীর বস্তিগুলিকেই এবার টার্গেট করছেন তাঁরা। মঙ্গলবার রাত থেকে নির্বাচনের দিন পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মোট ৩৭৫ জন বিজেপি সাংসদ রাত কাটাচ্ছেন রাজধানীর বস্তিতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাতে বস্তিতেই তাঁবু খাটিয়ে ঘুমাবেন সাংসদরা। সারাদিন বস্তিবাসীদের সঙ্গে কথা বলবেন। তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। তাঁদের সঙ্গেই রাতের খাবার খাবেন। নির্বাচনের আগে জনসংযোগে জোর দিতেই এই উদ্যোগ গেরুয়া শিবিরের।
[আরও পড়ুন: নির্ভয়া কাণ্ড: ধর্ষক অক্ষয় সিংয়ের প্রাণভিক্ষার আরজি খারিজ করলেন রাষ্ট্রপতি]
দিল্লি নির্বাচনের একটা বড় অংশ ভোট আসে এই বস্তি এলাকার বাসিন্দাদের থেকে। তাই নির্বাচনের আগে তাঁদের কাছে পৌঁছে যেতে পারলে কেজরিওয়ালের দলকে টক্কর দেওয়া যাবে বলেই ধারণা বিজেপির। আর সেই উদ্দেশেই বস্তিতে রাত কাটাচ্ছেন সাংসদরা। দিন কয়েক আগেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর দাবি করেছিলেন, গত পাঁচ বছরে কেজরি সরকার বস্তিবাসীদের জন্য কিছুই করেননি। এবার সবকিছু পালটানোর সময় এসেছে। শোনা যাচ্ছে, বস্তিবাসীদের বাড়ি দেওয়ার স্কিম চালু করছে বিজেপি। এই কর্মসূচিতে সেই প্রচারই করছেন সাংসদরা। কেন্দ্রের ডিডিএ স্কিমের আওতায় প্রায় দুই লক্ষেরও বেশি বস্তিতে বসবাসকারী পরিবারকে দুই ঘর বিশিষ্ট বাড়ি দেওয়ার কথা বলা হয়েছে। যেখানে অন্যান্য সুযোগ সুবিধাও থাকবেন। প্রায় দশ লক্ষেরও বেশি মানুষের বাস এখানে। তাই নির্বাচন জিততে বস্তিকেই হাতিয়ার করছে বিজেপি।
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে কেজরি বনাম বিজেপি লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা দেশ। মহারণের ফলাফল ১১ ফেব্রুয়ারি।
[আরও পড়ুন: বোরখা পরে ধরনা মঞ্চে ঘোরাঘুরি, মহিলা সাংবাদিককে নিয়ে উত্তেজনা শাহিনবাগে]
The post নির্বাচনের আগে নয়া চমক, দিল্লির বস্তিতে রাত কাটাচ্ছেন বিজেপি সাংসদরা appeared first on Sangbad Pratidin.