shono
Advertisement

বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনায় অমিত, এনআরসি ইস্যুতে পালটা কর্মসূচি বিজেপির

এগিয়ে আসতে পারে মোদির ব্রিগেডের জনসভা৷ The post বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনায় অমিত, এনআরসি ইস্যুতে পালটা কর্মসূচি বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:00 PM Aug 04, 2018Updated: 03:30 PM Aug 04, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণের পথ প্রশস্ত করল গেরুয়া শিবির৷ দুর্বল সংগঠনের ভিত মজবুত করতে শনিবার জোড়া কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করল বিজেপি নেতৃত্ব৷ দিল্লি থেকে ২০ জন ‘নেতা’ আনিয়ে বাংলায় রথের রশিতে টান দিতে মরিয়া বঙ্গ বিজেপি৷ সব ঠিকঠাক থাকলে রথযাত্রার সূচনা করতে পারেন অমিত শাহ৷ চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি৷ আগামী ৩ ডিসেম্বর থেকে একমাস ব্যাপী চলবে বিজেপির এই রথযাত্রা৷ বিভিন্ন লোকসভা এলাকায় বিজেপি রথ ছোটানোর কর্মসূচি কর্মসূচির পাশাপাশি এনআরসি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা প্রচারের নির্দেশ দিলেন কৈলাস বিজয়বর্গীয়৷

Advertisement

[এটিএমে নকল কি-প্যাড! নিরাপত্তারক্ষীর তৎপরতায় রক্ষা পেলেন ব্যাংকের গ্রাহকরা]

লোকসভা ভোটকে সামনে রেখে আগামী ৩ ডিসেম্বর থেকে বাংলায় রথযাত্রা শুরু করবে বিজেপি৷ টানা একমাস ধরে বিভিন্ন লোকসভা এলাকা ঘুরবে গেরুয়া রথ৷ বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই রথযাত্রা কর্মসূচিতে বাংলায় আসবেন৷ মোট ২০ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে৷ শনিবার সকালে ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠিত বিজেপির সাংগঠনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

ইতিমধ্যেই রথযাত্রার রুটম্যাপ নিয়ে আলোচনা প্রায় শেষের পথে৷ কোন পথে, কীভাবে এই নিয়ে যাওয়া হবে, তাও একপ্রকার চূড়ান্ত করে ফেলেছেন বিজেপি নেতৃত্ব৷ জানা গিয়েছে, রথযাত্রায় বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের জেলা সভাপতি ও মোর্চা নেতারা। এনআরসি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পালটা প্রচার কী হবে, তা নিয়েও আলোচনা চলছে৷

[নিঃসঙ্গ রবীন্দ্রনাথকে নতুন করে চেনাল লা মার্টস বয়েজের পড়ুয়ারা]

জানা গিয়েছে, আগামী ৩ ডিসেম্বর তারাপীঠ থেকে শুরু হবে প্রথম রথের যাত্রা। ৫ ডিসেম্বর কোচবিহার থেকে দ্বিতীয় রথ ও ৭ ডিসেম্বর গঙ্গাসাগর থেকে তৃতীয় রথ বেরোবে৷ রথযাত্রার সূচনা করতে পারেন অমিত শাহ৷ শেষ হবে ব্রিগেড এ মোদির সভা দিয়ে। তবে কবে মোদি ব্রিগেড সমাবেশের সময় দেবেন তা ঠিক হয়নি। ২৩ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা এগিয়ে ৯ জানুয়ারিও হতে পারে বলে খবর৷ এই নিয়ে চলছে রুদ্ধদ্বার বৈঠক৷ অন্যদিকে, এনআরসি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে এখন থেকেই পালটাপ্রচারে নেমে পড়ার নির্দেশ দেন কৈলাস বিজয়বর্গীয়। শরণার্থী আর অনুপ্রবেশকারী এই পার্থক্য বোঝাতেই এই প্রচার বলে জানা গিয়েছে৷ একেবারে বুথস্তর পর্যন্ত সভা করবে বিজেপি৷

The post বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনায় অমিত, এনআরসি ইস্যুতে পালটা কর্মসূচি বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement