shono
Advertisement

‘২১ জুলাই বিশ্ব ডিম্ভাত দিবস’, তৃণমূলের শহিদ দিবসকে কটাক্ষ দিলীপের

‘শিক্ষকদের সম্মান করেন না মমতা’, অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির৷ The post ‘২১ জুলাই বিশ্ব ডিম্ভাত দিবস’, তৃণমূলের শহিদ দিবসকে কটাক্ষ দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Jul 21, 2019Updated: 05:31 PM Jul 21, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ‘‘মুখ্যমন্ত্রীর একুশে জুলাইয়ের ভাষণ হতাশায় ভরা৷ জনসভা ভরাতে পারেননি৷ বিজেপিকে দুষছেন৷’’ শাসকদলের শহিদ দিবসের জনসভাকে ঠিক এ ভাবেই সমালোচনায় বিদ্ধ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ কটাক্ষের সুরে বললেন, তৃণমূলের ২১ জুলাই আসলে বিশ্ব ‘ডিম্ভাত’ দিবস৷ ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ লোকও হয়নি৷ তৃণমূলের পাঁজর ভেঙে গিয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন:সংক্রমণের অসুখে মানসিক রোগের চিকিৎসা! বিচারের আশায় রাজ্যপালের দ্বারস্থ বৃদ্ধার পরিবার]

এদিন রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান, ‘‘এবার একটা নতুন জিনিস হয়েছে৷ অন্য সময় বিরোধীরা বলত শাসকদল সভায় যেতে বাধা দিচ্ছে৷ তবে এবার মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম, বিজেপি নাকি তৃণমূলের বাস আটকেছে৷ ফলে বোঝাই যাচ্ছে বিজেপি আর আগের জায়গায় নেই৷ উনি আমাদের বললে এবার আমরা ওনার সভায় কিছু লোক পাঠাতে পারব৷ তবে বিজেপির কেউ এর সঙ্গে যুক্ত নয়৷ নিজেদের অসফলতা চাপা দিতেই তৃণমূল বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে৷’’ এখানেই শেষ নয়, এদিনের সভামঞ্চ থেকে নাম না করে শিক্ষকদের যে চাপা হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারও জবাব দেন মেদিনীপুরের সাংসদ৷ সাফ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী শিক্ষকদের কতটা সম্মান করেন, তা ওনার বক্তব্য থেকে বোঝা যায়৷ ডিএ চাওয়ায় উনি শিক্ষকদের বলেছিলেন, ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যায় না৷’’

ইভিএমের বদলে, ব্যালটে ভোট চেয়ে শাসকদলের এবারের একুশে জুলাইয়ের জনসভার ঘোর বিরোধিতা করেন দিলীপ ঘোষ৷ জানান, বিজেপি ব্যালট এবং ইভিএম, কিছুরই পক্ষে বা বিপক্ষে নয়৷ নির্বাচন কমিশন যা বলবে তাই হবে৷ উনি ইভিএমে জিতে এসেছেন৷ অথচ পঞ্চায়েতে ব্যালটে ভোটের সময় নমিনেশন দিতে দেয়নি৷ এখন মানুষ ওনার থেকে সরে গিয়েছে৷ ব্যালটে নির্বাচন হয়েছিল বলেই চুরি হয়েছে৷ গণনার দিনেও ভোট লুট হয়েছে৷ রবিবারের শহিদ দিবসের সভায় বিজেপিকে কাটমানির পালটা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ উজ্জ্বলা যোজনার নামে ব্ল্যাকমানি তুলছে বিজেপি, এমনই বলে অভিযোগ করেন তিনি৷ এ বিষয়ে আন্দোলনেরও ডাক দেন৷ তবে মুখ্যমন্ত্রীর এই অভিযোগকেও উড়িয়ে দেন দিলীপ ঘোষ৷ কটাক্ষের সুরে জানান, ‘‘তৃণমূল আজকে আর আন্দোলনে যাওয়ার মতো জায়গায় নেই৷ উনি আমাদের বিরুদ্ধে আন্দোলনে যাক, কোনও ভয় নেই৷ কালো টাকাই হোক বা কাটমানি যে নিয়েছে তাঁকে ফেরত দিতে হবে৷’’

[ আরও পড়ুন: ‘চিড়িয়াখানা আড়াইটের পর খুলবে’! শহিদ দিবসের সমাবেশে নজিরবিহীন ঘোষণা তৃণমূলের ]

The post ‘২১ জুলাই বিশ্ব ডিম্ভাত দিবস’, তৃণমূলের শহিদ দিবসকে কটাক্ষ দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement