shono
Advertisement

‘এভাবে মানুষকে বোকা বানানো যাবে না’, রাহুলের ন্যায় যাত্রাকে কটাক্ষ বিজেপির

ক্ষমতায় থেকে আসলে দেশে সমস্ত রকম দুর্নীতি চালিয়েছে কংগ্রেস, খোঁচা গেরুয়া শিবিরের।
Posted: 07:42 PM Dec 27, 2023Updated: 07:42 PM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্লোগান দিয়ে দেশবাসীকে বোকা বানানো যাবে না। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত ন্যায় যাত্রা’কে এভাবেই কটাক্ষ করল বিজেপি। গেরুয়া শিবিরের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ২০১৪ সাল থেকে দেশের নানা প্রান্তে উন্নয়ন করছেন। কিন্তু নিজেদের সময়ে দেশে সমস্ত রকম দুর্নীতি চালিয়ে গিয়েছে কংগ্রেস। তাই এখন ন্যায় যাত্রা শুরু করতে হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি থেকে শুরু করে বিজেপির জাতীয় মুখপাত্র নলিন কোহলি- একবাক্যে সকলেই তোপ দেগেছেন রাহুলের নয়া যাত্রাকে।

Advertisement

[আরও পড়ুন: ঘুম ভাঙল শ্বাসকষ্টে! মধ্যরাতে তামিলনাড়ুর সার কারখানায় গ্যাস লিক, গুরুতর অসুস্থ ১২]

ভারত জোড়ো যাত্রার পরে বুধবারই ভারত ন্যায় যাত্রার ঘোষণা করেন রাহুল। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এই যাত্রা। শেষ হবে ২০ মার্চ। ৬৫ দিনের এই যাত্রায় রাহুল মোট ৬ হাজার ২০০ কিমি পথ পেরবেন। যার মধ্যে পড়বে ১৪টি রাজ্য ও ৮৫টি জেলা। জানা যাচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবেন রাহুল। তবে ভার‍ত জোড়ো যাত্রার মতো পায়ে হেঁটে নয়, বাসে চেপে এগিয়ে নিয়ে যাওয়া হবে এই নয়া যাত্রা।

নতুন কর্মসূচি ঘোষণার পরেই রাহুলকে খোঁচা গেরুয়া শিবিরের (BJP)। নলিন কোহলি বলেন, “২০১৪ সাল থেকেই দেশে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্ত জায়গায় যেন জনকল্যাণমূলক প্রকল্পগুলো পৌঁছে দেওয়া যায়, সেটা নিশ্চিত করেছেন তিনি। কারণ প্রধানমন্ত্রী মানুষের কথা ভাবেন। তাই স্লোগান দিলেও কোনও লাভ হবে না।” মীনাক্ষী লেখির মতে, বহু দশক ধরে ক্ষমতায় থেকে আসলে দেশে সমস্ত রকম দুর্নীতি চালিয়েছে কংগ্রেস।

[আরও পড়ুন: কাশ্মীরে ইসলামিক শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র! নিষিদ্ধ উপত্যকার মৌলবাদী সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement