রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এনআরসি ইস্যুতে দ্বিচারিতা করছে এ রাজ্যের শাসকদল৷ রাজনীতির স্বার্থে এনআরসি-র বিরোধিতা করছে তৃণমূল-বাম-কংগ্রেস৷ শুক্রবার রাজ্য বিধানসভায় ঠিক এই ভাষাতেই সরকারের আনা এনআরসি প্রস্তাবের বিরোধিতা করলেন বিজেপি বিধায়করা৷ প্রস্তাবের পক্ষে আলোচনা চলাকালীনই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করলেন তাঁরা৷
[ আরও পড়ুন: প্রতারণা মামলায় মুকুলের ‘রক্ষাকবচ’ বাড়াল হাই কোর্ট, গ্রেপ্তারিতে স্থগিতাদেশ ]
এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা-সহ দলের চার বিধায়ক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তাঁরা৷ অভিযোগ করেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই এনআরসি-র পক্ষে সওয়াল করেছিলেন৷ জানিয়েছিলেন, অবৈধ ভাবে বাংলাদেশিদের রাজ্যে অনুপ্রবেশ করাচ্ছে তৎকালীন বাম সরকার৷ পশ্চিমবঙ্গের নির্বাচনে ওই অনুপ্রবেশকারী ব্যবহার করছে জ্যোতি বসুরা৷ অনুপ্রবেশ ইস্যুতে লোকসভায় হট্টগোলও করেন তৃণমূল সুপ্রিমো৷ স্পিকারের মুখে কাগজও ছুঁড়ে মারেন তিনি৷ কিন্তু এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই, এনআরসি-র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই শাসকদল তৃণমূল, বাম ও কংগ্রেসকে একযোগে আক্রমণ শানান মনোজ টিগ্গা৷ তিনি জানান, এনআরসি ইস্যুতে দ্বিচারিতা করছে এ রাজ্যের শাসকদল৷ রাজনীতির স্বার্থে এনআরসি-র বিরোধিতা করছে তৃণমূল-বাম-কংগ্রেস৷
[ আরও পড়ুন: ডেঙ্গু নিয়ে বিধানসভায় উদ্বেগ মুখ্যমন্ত্রীর, মনে করালেন নাগরিক দায়িত্ব পালনের কথা ]
এনআরসি ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে বিরোধীরা যে আক্রমণ করছে, এদিন তারও উত্তর দেন বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা৷ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হয়েছে৷ এতে কেন্দ্রের কোনও হাত নেই৷ পরবর্তিকালে এ রাজ্যেও যে এনআরসি হবে, তা স্পষ্ট ভাষায় জানিয়েদেন মনোজ টিগ্গা৷ প্রসঙ্গত, অসমে এনআরসি তালিকা থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরেই, এই ইস্যুতে বিধানসভায় প্রস্তাব নিয়ে আসে শাসকদল৷ শুক্রবার এই বিষয়ে আলোচনা করে প্রত্যেক রাজনৈতিক দলই৷ এ রাজ্যে এনআরসি লাঘু না করতে দেওয়ার পক্ষেই সায় দেয় তৃণমূল-বাম-কংগ্রেস৷ কেবল এর বিরোধিতা করে বিজেপি৷
The post ‘রাজনৈতিক স্বার্থে NRC-র বিরোধিতা’, বিধানসভায় বাম-কংগ্রেস-তৃণমূলকে আক্রমণ বিজেপির appeared first on Sangbad Pratidin.