সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদের জের। পদ্মাপারের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড়দিনের পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বর তাঁর উপর হামলার আশঙ্কা করে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার ভিত্তিতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ-প্রশাসন।
জানা গিয়েছে, গত ১৬ ডিসেম্বর গোয়েন্দা সংস্থার তরফে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা। হামলার ছক কষে ইতিমধ্যেই ৩ জঙ্গি বাংলায় ঢুকে পড়েছে বলে খবর। প্রতিমুহূর্তে শুভেন্দু অধিকারীর উপর চলছে নজরদারি। গোয়েন্দা সূত্রে খবর, জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। তাতে যাতে কোনও ফাঁক না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
গত কয়েকমাস ধরে উত্তাল বাংলাদেশ। দিনে দিনে বাড়ছে মৌলবাদীদের অত্যাচার। চরমে হিন্দু নির্যাতন। একাধিকবার হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণেই এই হামলার ছক বলে খবর। এ বিষয়ে এক বিজেপি নেতা বলেন, তাঁরা এই আশঙ্কা আগেই করেছিলেন। তবে এভাবে ভয় দেখানো যাবে না। শুভেন্দু অধিকারী হিন্দুজের জন্য লড়াই করবেন।