সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে রাজনীতিতে সন্ন্যাস ভঙ্গ বাবুল সুপ্রিয়র। তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। বিজেপি সাংসদের ফুলবদল নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাবুলকে ‘রাজনৈতিক পর্যটক’ বলে তোপ দাগলেন তিনি। “কে কী বললেন তাতে কিছু যায় আসে না”, পালটা কটাক্ষ বাবুলের।
অন্যান্য দিনের মতো রবিবার সকালে ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। চেতলা বাজারে প্রচার সারেন তিনি। যোগ দেন চায়ের আসরে। সেখানেই বাবুলের তৃণমূলে যোগদান প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ।
[আরও পড়ুন: ‘কারও বোঝা হতে চাই না’, সুইসাইড নোট লিখে ফুলবাগানে আত্মঘাতী বৃদ্ধা]
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “কে কোথায় গেল, তা নিয়ে কিছু যায় আসে না। আমাদের কোনও ধাক্কা নেই। যারা ধাক্কা খাচ্ছে, তারাই সরে যাচ্ছে। অনেকেই আসছে যাচ্ছে। কেউ যদি সাত বছর মন্ত্রী থেকে চলে যান, তাহলে ঘটনাটি কী বোঝাই যাচ্ছে। রাজনীতি এখন ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো হয়ে গিয়েছে। বাবুল যা করেন আবেগে করেন। উনি শিল্পী মানুষ। বাবুল স্টার, সাংসদ। বিজেপি হওয়ার চেষ্টা করেননি। বাবুল ভাল রাজনীতি করেন। সেটাই করুন।” বাবুল সুপ্রিয়কে ‘রাজনৈতিক পর্যটক’ বলে কটাক্ষও করেন তিনি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “দল দলের মতোই চলবে। রাজনৈতিক পর্যটকরা আসবেন, ঘুরে ফিরে চলে যাবেন।”
উল্লেখ্য, দীর্ঘ সাত বছর গেরুয়া শিবিরে ছিলেন বাবুল (Babul Supriyo)। আসানসোলের সাংসদও তিনি। তবে বঙ্গ বিজেপির সঙ্গে কখনওই সম্পর্ক বিশেষ সুমধুর ছিল না তাঁর। কানাঘুষো শোনা যায়, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব বাবুলের ভূমিকায় মোটেও সন্তুষ্ট ছিলেন না। রাজনৈতিক মহলের মতে, সে কারণেই হয়তো মন্ত্রিত্ব হারানোর পর আর দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উসকে নানা পোস্ট করতে দেখা যায় বাবুলকে। যদিও তিনি দাবি করেছিলেন, অন্য কোনও দলে যোগ দেবেন না। কিন্তু নিজের দাবিকে কার্যত মিথ্যে প্রমাণ করে শনিবার দুপুরে সকলকেই প্রায় অবাক করেছেন বাবুল। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি। তাতেই বেজায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ। “কে কী বললেন তাতে কিছু যায় আসে না”, পালটা কটাক্ষ বাবুলের। দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেওয়ার ইচ্ছাপ্রকাশও করেন তিনি।