রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা ভোটের এখনও বছরখানেক বাকি। এখন থেকেই নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে নজর দেওয়া শুরু করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিজের লোকসভা কেন্দ্রের জন্য নতুন কর্মসূচি গ্রহণ করতে চলেছেন তিনি। যার নাম দেওয়া হয়েছে ‘পাড়ায় সুকান্ত।’ দলের অন্য সাংসদদেরও একইভাবে পথে নামার আরজি জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি।
২০১৯ সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র (Lok Sabha Election) থেকে অনায়াসে জয়ী হন সুকান্ত। সেখান থেকেই রাজ্য রাজনীতিতে উত্থান তাঁর। কিন্তু উনিশের পর রাজ্য রাজনীতির বহু অঙ্ক বদলে গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে (Assembly Election) রাজ্যে ব্যাপকভাবে জয় পেয়েছে তৃণমূল। সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে গেরুয়া শিবির। সেসব অঙ্ক মাথায় রেখে এবারের লোকসভা ভোটের একবছর আগে থেকেই নিজের কেন্দ্রে জোর প্রচারে নামছেন সুকান্ত। তাঁর বক্তব্য, ‘‘এই বিষয়টি আমার মস্তিষ্কপ্রসূত। শুধুমাত্র আমার লোকসভা কেন্দ্রের জন্য চালু করছি। মানুষের সমস্যার কথা শুনবো। পরিষেবা দেওয়ার কাজকে জনগনের আরও কাছে নিয়ে যাব।’’
[আরও পড়ুন: ‘সুবিচার না পেলে সেনায় ফিরব না’, প্রতিজ্ঞা DMK নেতার হাতে ‘খুন’ জওয়ানের ভাইয়ের]
জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি নিজের লোকসভা কেন্দ্রের পাড়ায় পাড়ায় যাবেন। সাংসদ হিসাবে নিজের খতিয়ান সরাসরি মানুষের কাছে পৌঁছে দেবেন তিনি। বস্তুত বিজেপির রাজ্য সভাপতি সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে যেতে চাইছেন। যাতে সাংগঠনিকভাবে যেটুকু দুর্বলতা চোখে পড়ছিল, সেটা কাটিয়ে ওঠা যায়। দলের অন্য সাংসদদেরও একইপথে হেঁটে মানুষের দুয়ারে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: ইজরায়েল থেকে প্রভাবিত হচ্ছে ভারতের নির্বাচন! আন্তর্জাতিক রিপোর্ট হাতিয়ার করে তোপ কংগ্রেসের]
আসলে বাংলায় এখন থেকেই বিজেপি (BJP) লোকসভার অঙ্ক কষা শুরু করেছে। রাজ্য নেতৃত্বের উপর নিয়ন্ত্রণ বাড়ছে দিল্লির। আর্থিক মদতও বাড়ানো হতে পারে। সব শাখা সংগঠনের এলাকাভিত্তিক কিছু কার্যকর্তাকে টু-হুইলার দেওয়ার বিষয়টি বিবেচিত হচ্ছে। প্রতি এলাকায় দৃশ্যমানতা বাড়াতে পতাকা ও অন্য উপকরণ সরবরাহ বাড়ানো হচ্ছে। এসবের মধ্যে সুকান্ত আলাদা করে নিজের কেন্দ্রে প্রচার শুরু করছেন।