রুপায়ণ গঙ্গোপাধ্যায়: তৃণমূলের পর এবার পালা বিজেপির (BJP)! এবার কি গেরুয়া শিবিরেও সাংগঠনিক রদবদল আসন্ন? আগামী ৮ জুন বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে সেই জল্পনাই মাথাচাড়া দিয়ে উঠছে। সূত্রের দাবি, আগামী মঙ্গলবার দলের সবস্তরের সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক করবে বিজেপি। মূলত রাজ্যের ভোট পরবর্তী পরিস্থিতিতে কোন পথে এগোবে দল? ব্যর্থতার জ্বালা ভুলিয়ে কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব এসব নিয়েই আলোচনা হবে ওই বৈঠকে। তবে, গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে সাংগঠনিক রদবদলের সম্ভাবনাও।
একে তো বঙ্গ বিধানসভায় (West Bengal Assembly Election) দল প্রত্যাশার ধারেকাছে ফলাফল করতে পারেনি। তার উপর ভোটের পর বহু নেতা দলের সঙ্গে যোগাযোগই রাখছেন না। বিশেষ করে যাঁরা ভোটের আগে অন্য দল থেকে এসেছিলেন, তাঁদের অনেকেই এখন কার্যত বেপাত্তা। এদিকে তথাকথিত ‘ভোট পরবর্তী হিংসা’য় রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের। এই অবস্থায় লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ঘুরে দাঁড়ানোটা গেরুয়া শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজেপি নেতারা প্রকাশ্যে বলছেন, মঙ্গলবারের বৈঠক মূলত স্ট্রাটেজি সাজানোর। আগামী দিনে দল কোন পথে এগোবে? বিধানসভার পর দলে ভাঙনের যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা কীভাবে আটকানো যাবে? সেসব নির্ধারণের জন্যই এই সাংগঠনিক বৈঠক। তবে, সূত্রের খবর এদিনের বৈঠকে মূল ফোকাস থাকবে দলের ভাঙন রোধ করা।
[আরও পড়ুন: বিধানসভার ৪১টির মধ্যে দশটি কমিটি বিজেপিকে ছাড়ছে সরকার, কে হবেন PAC চেয়ারম্যান?]
আবার দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে সাংগঠনিক রদবদলের জল্পনাও। বাংলার বিধানসভা নির্বাচনের পর্যালোচনা করতে রবিবারই দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সাধারণ সম্পাদক। বঙ্গে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়রও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। বিজেপির অন্দরে অনেক দিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে, দল নতুন করে বাংলার জন্য পর্যবেক্ষক নিয়োগ করতে পারে। আজকের বৈঠকে সেটা নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর, এরপর আগামী ৮ জুন রাজ্যস্তরের বৈঠকে আলোচনা হতে পারে বিজেপির রাজ্য কমিটি নিয়েও।