shono
Advertisement

সাংবাদিক সম্মেলনে বেদম প্রহার সাংবাদিককেই, ভাইরাল ভিডিও

কোথায় ঘটল এমন ঘটনা? The post সাংবাদিক সম্মেলনে বেদম প্রহার সাংবাদিককেই, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 PM Dec 03, 2017Updated: 01:35 PM Sep 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এদেশে স্বাধীন সংবাদমাধ্যম কি অলীক কল্পনা? মনগড়া ধারণা?  এবার কর্নাটকে বিজেপির সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আক্রান্ত সাংবাদিকের অপরাধ, রাজ্যে বেআইনি কয়লা খনি নিয়ে খবর করেছিলেন তিনি। ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

[যোগীর রাজ্যে আক্রান্ত গণমাধ্যম, প্রকাশ্যে গুলি করে হত্যা সাংবাদিককে]

গত কয়েক মাসে দেশের বিভিন্নপ্রান্তে সাংবাদিকদের উপর আক্রমণ নেমে এসেছে। কয়েক দিন আগে বিজেপিশাসিত উত্তরপ্রদেশের প্রকাশ্যে এক তরুণ সাংবাদিককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। চলতি মাসেই আবার বামশাসিত ত্রিপুরায় সাক্ষাৎকার নিতে গিয়ে খুন হন এক সাংবাদিক। সেপ্টেম্বরে ত্রিপুরাতেই খুন হয়েছিলেন আরও এক সাংবাদিক। তার আগে বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে বিখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুনের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। ফের সেই কর্নাটকেই আক্রান্ত হলেন এক সাংবাদিক। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। দক্ষিণের এই রাজ্যের একটি ছোট জেলা শহর তিমকুর। শনিবার সকালে সেখানে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সেই সাংবাদিক সম্মেলনে স্থানীয় একটি বৈদ্যুতিন মাধ্যমের এক সাংবাদিকের উপর চড়াও হন বিজেপি কর্মীরা। চলে বেধড়ক মারধর। ঘটনাও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু, কেন বিজেপি কর্মীদের রোষের মুখে পড়লেন ওই সাংবাদিক?  কংগ্রেসশাসিত কর্নাটকে বেআইনি কয়লা খনি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। জানা গিয়েছে, দিন কয়েক বেআইনি কয়লা খনি খবর করেছিলেন আক্রান্ত ওই সাংবাদিক। তাতেই বেজায় চটেছেন বিজেপি কর্মীরা। শনিবার ওই সাংবাদিককে হাতে কাছে পেয়ে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেন তাঁরা।

[ভরদুপুরে অধ্যাপিকার শরীর স্পর্শ করে হস্তমৈথুন, ফের কাঠগড়ায় দিল্লি]

নিগৃহীত সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে, সাংবাদিক সম্মেলনে সাংবাদিককেই নিগ্রহ করার তীব্র নিন্দা করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। অভিযুক্তদের কড়া শান্তির দাবি তুলেছে তারা। স্থানীয় কংগ্রেস নেতা সুনীল হেগড়ের বক্তব্য, ‘ সাংবাদিকদের কাজ হল সত্য উদঘাটন করা। কিন্তু, সেই কাজ করতে গিয়ে যদি সাংবাদিককেই আক্রান্ত হতে হয়, তাহলে সেটা মেনে নেওয়া যায় না।’

দেখুন ভিডিও

[মামলা ছাড়তে স্ত্রীকে হেনস্তা পুলিশের, প্রদ্যুম্ন কাণ্ডে বিস্ফোরক আইনজীবী]

The post সাংবাদিক সম্মেলনে বেদম প্রহার সাংবাদিককেই, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement