সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপিকে ডেঙ্গুর সঙ্গে তুলনা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ। শুক্রবার রাজধানী ঢাকার খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লিগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরির কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন।
এদিন তথ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরও বেশি ভয়ানক বিএনপি। মশা কামড়ায়, বিএনপি আগুন জ্বালায়। বিএনপি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে।” হাসান মাহমুদ আরও বলেন, “করোনা মহামারী-সহ সব বিপদে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামি লিগ এবং আওয়ামি লিগের সহযোগী সংগঠনগুলি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে, তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও দাঁড়িয়েছে।”
[আরও পড়ুন: অনুমতি না নিয়ে ওমানের সভায় যোগদান, ভিনদেশে আটক বাংলাদেশের মহিলা এমপি]
আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটসন্ত্রাস, কারচুপির অভিযোগে তুঙ্গে পৌঁছেছে শাসক আওয়ামি লিগ বনাম বিরোধী বিএনপির তরজা। খালেদা জিয়ার দলকে একহাত নিয়ে ড. হাসান মাহমুদ বলেন, “করোনা মহামারীতে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামি লিগের পাঁচ নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমাদের দলীয় ১২ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আজকে দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অনেক মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। অনেক দেশে আমাদের তুলনায় ডেঙ্গুতে আক্রান্তের হার অনেক বেশি। মৃত্যুর হারও সেখানে বেশি। আমাদের সরকার সেটা নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।”
উল্লেখ্য, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সরব হয়েছে বিএনপি-সহ দেশটির বিরোধী দলগুলি। এহেন বিতর্কের মাঝেই অক্টোবর মাসে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভোটসন্ত্রাস নিয়ে সরব হচ্ছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪ জন কংগ্রেসম্যান। কয়েকদিন আগেই এই মর্মে রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদূতের কাছে তাঁরা চিঠি পাঠিয়েছেন। কংগ্রেস সদস্য বব গুড টুইটারে এ তথ্য জানান।