সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা ও ছেলের রহস্যমৃত্যু। ভাড়াবাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দমদমে (DumDum)। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত মা ও ছেলে আদতে হাওড়ার আন্দুলের বাসিন্দা। মাস ছয়েক আগে দমদমে আসেন তাঁরা। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। প্রথম তিন মাস সব কিছু স্বাভাবিক ছিল। শোনা যাচ্ছিল, গত তিন মাস বাড়ি ভাড়া দেননি তাঁরা। আর্থিক সমস্যায় ভুগছিলেন মা-ছেলে। এদিকে বেশ কিছুদিন ধরে তাঁদের কারও দেখা পাননি প্রতিবেশীরা। তবে মাস ছয়েক আগে ভাড়া আসা মা-ছেলে কারও সঙ্গে বিশেষ মিশতেন না, ফলে কারও সন্দেহ হয়নি।
[আরও পড়ুন: এবার বিপাকে অগ্নিমিত্রা পল, মারের হুঁশিয়ারি দেওয়ায় বিজেপি নেত্রীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ TMC]
বৃহস্পতিবার রাতে এক আত্মীয় মৃতদের সঙ্গে দেখা করতে ওই ভাড়াবাড়িতে যান। কিন্তু প্রচুর ডাকাডাকি সত্ত্বেও কোনও লাভ হয়নি। কারও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরই প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি। দরজা ভাঙতেই উদ্ধার হয় মা ও ছেলের দেহ। গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবক। বিছানায় পড়ে ছিল মায়ের দেহ। তবে দুজনের দেহেই পচন ধরেছিল। রাতেই খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহদুটি উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দিন সাতেক আগেই মৃত্যু হয়েছে দু’জনের। সুইসাইড নোট অনুযায়ী কারণ হিসেবে মনে করা হচ্ছে, আর্থিক দুরবস্থার কারণেই আত্মহত্যার পথ বেছে নেন মা ও ছেলে। যদিও এর নেপথ্যে অন্য কোনও কারণ থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, দ্রুতই সত্য প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।