shono
Advertisement

বৈদ্যুতিন তারে তড়িদাহত হয়ে হাতির মৃত্যু! ব্যাপক চাঞ্চল্য কালচিনিতে

হাতির দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Posted: 01:00 PM Oct 25, 2023Updated: 01:00 PM Oct 25, 2023

রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের কালচিনিতে হাতির রহস্যমৃত্যু। জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার মৃত হাতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে অনুমান, বিদ্যুতের তারে শক লেগে মৃত্যু হয়েছে হাতিটির।

Advertisement

জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই এদিন সকালে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া সুপারি বাগানের পাশ থেকে কাজে যাচ্ছিলেন স্থানীয়রা। সেই সময় তাঁরা মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের আধিকারিকদের।

[আরও পড়ুন: দশমীতে ঘট বিসর্জনের পরই দেখা দেন ‘একদিনের রাজা-রানী’, প্রণাম সেরে বিজয়ায় মাতেন ঝালদাবাসী]

খবর পাওয়ামাত্রই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ হাতির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে বনদপ্তর। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিন তারে তড়িদাহত হয়েছে হাতিটি। প্রসঙ্গত, উত্তরবঙ্গে এহেন ঘটনা নতুন নয়। প্রায়ই বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ যায় হাতির। বনদপ্তরের তরফে একাধিক পদক্ষেপ সত্ত্বেও এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। 

[আরও পড়ুন: বৃষ্টির বিদায়, ঘূর্ণিঝড়ের চাপ সরতেই বঙ্গে উত্তুরে হাওয়া, রাজ্যজুড়ে কমবে তাপমাত্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement