রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের মাদারিহাটে চিতাবাঘের মৃত্যু। রবিবার সকালে মাদারিহাট রেঞ্জের জঙ্গল লাগোয়া দলগাঁও বসতিতে পড়ে থাকতে দেখা যায় মৃত চিতাবাঘটিকে। কীভাবে মৃত্যু হয়েছে চিতাবাঘটির তা খতিয়ে দেখছে বনদপ্তরের আধিকারিকরা।
জানা গিয়েছে, রবিবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট রেঞ্জের জঙ্গল লাগোয়া দলগাও বস্তিতে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান বনদপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বনদপ্তরের তরফে।
[আরও পড়ুন: পরপুরুষে মজে স্ত্রী! সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর, আক্রান্ত মেয়ে ও একরত্তি নাতিও]
প্রাথমিকভাবে বনদপ্তরের আধিকারিকদের অনুমান, চিতাবাঘটি দু-একদিন আগেই মারা গিয়েছে। তবে কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে বনদপ্তর। মৃতদেহ ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে বনদপ্তর। তবে মাংসে বিষ মিশিয়ে চিতাবাঘটিকে খাওয়ানো হয়েছিল কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধন্দ্ব।