shono
Advertisement

সুদের কারবারিকে ‘খুন’, মাঠ থেকে উদ্ধার গলাকাটা দেহ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

খুনের কারণ নিয়ে ধোঁয়াশা।
Posted: 11:54 AM Oct 13, 2023Updated: 12:10 PM Oct 13, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সুদের কারবাকিকে খুন। মাঠ থেকে উদ্ধার গলাকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গোপালনগর (Gopalpur) থানা এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। টাকা পয়সা সংক্রান্ত কারণেই এই খুন বলে অনুমান পরিবারের। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম তপন বিশ্বাস। বয়স ৪৫ বছর। জানা গিয়েছে, মূলত সুদের কারবার করতেন তিনি। অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যায়ও বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বাজারেই ছিলেন। রাতে গোপালনগর ফুলবাড়ি এলাকায় ফাঁকা মাঠে উদ্ধার হয় গলাকাটা দেহ। বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহ। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে দুর্গাপুরের ছাত্রী, মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় কাঁটা বাবা-মা]

কিন্তু কী কারণে এই খুন? তপনবাবুর স্ত্রী জানিয়েছেন, অনেককে টাকা সুদে দিয়েছিলেন তিনি। কিন্তু ফেরত পাচ্ছিলেন না। তা নিয়ে খানিকটা দুশ্চিন্তায়ও ছিলেন তিনি। ফলে তাঁর অনুমান, টাকা পয়সা সংক্রান্ত কারণেই এই খুন। তবে ঠিক কী ঘটেছিল, কেন এই নৃশংসতা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: শ্রমিকের কাজে কেরল গিয়ে ভাগ্যবদল, ৫০ টাকায় লটারির টিকিট কিনে কোটিপতি যুবক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার