দেবব্রত মণ্ডল, বারুইপুর: পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। রাস্তার পাশ থেকে দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দক্ষিন ২৪ পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুন নাকি আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
মৃতের নাম দিগম্বর সোরেন। বারুইপুর জেলা পুলিশে কর্মরত তিনি। জানা গিয়েছে, বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে, জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। দেখতে পান দেহটি পুলিশ কর্মী দিগম্বর সোরেনের। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন:পরিদর্শন শেষে সবুজ সংকেত! শীঘ্রই গতি বাড়তে চলেছে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারতের ]
পুলিশ সূত্রে খবর, মৃত দিগম্বর সোরেন বারুইপুর পুলিশ জেলায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হুগলির পান্ডুয়াতে। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন ওই পুলিশ কর্মী। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই কনস্টেবলের? পরিকল্পনা মাফিক খুন বা আত্মহত্যা? নাকি নিছকই দুর্ঘটনা? খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।