shono
Advertisement

হরিদেবপুরে প্রৌঢ়ার রহস্যমৃত্যু, কুয়োয় মিলল দেহ, নেপথ্যে প্রিয়জনরাই?

সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রৌঢ়ার সঙ্গে অশান্তি চলছিল পরিবারের সদস্যদের।
Posted: 01:32 PM Mar 01, 2024Updated: 03:45 PM Mar 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি নিয়ে অশান্তির জের। প্রৌঢ়াকে কুয়োয় ফেলে খুনের অভিযোগ স্বামী, ছেলে ও বউমার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে (Haridevpur)। দেহ উদ্ধারে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, হরিদেবপুরের বাসিন্দা উমা দাস। স্বামী, ছেলে ও বউমাকে নিয়ে থাকতেন তিনি। প্রতিবেশী সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল তাঁর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে বাড়ির পিছনের কুয়োয় প্রৌঢ়ার দেহ ভাসতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁদের সামনেই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। দাবি করা হয়, মৃতের স্বামী, ছেলে ও বউমা দীর্ঘদিন ধরেই সম্পত্তির জন্য প্রৌঢ়ার সঙ্গে অশান্তি করছিল। গত কয়েকদিনে অত্যাচারের মাত্রা চরমে উঠেছিল বলে অভিযোগ।

[আরও পড়ুন: শনি-রবিতে বাতিল শিয়ালদহ শাখার একাধিক ট্রেন, দেখে নিন তালিকা]

স্থানীয়রা দাবি করেন, ঘটনার নেপথ্যে মৃতার পরিবারের সদস্যরাই। তাঁরাই খুন করেছে প্রৌঢ়াকে। তাই দেহ উদ্ধারের আগে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এক পর্যায়ে বাধ্য হয়ে তাঁদের আটক করে পুলিশ। পরবর্তীতে দেহ উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় মৃতার স্বামী, ছেলে ও বউমাকে। কিন্তু ঠিক কী ঘটেছিল? তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ।

[আরও পড়ুন: সংসারে আসছে নতুন সদস্য, তারিখ জানালেন দীপিকা-রণবীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement