শংকরকুমার রায়, রায়গঞ্জ: সাতসকালে উঠোনে পড়ে প্রৌঢ়ার গলাকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহারের পতিরাজপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, ডাইনি সন্দেহে এই নারকীয় হত্যালীলা।
মৃত প্রৌঢ়া উত্তরদিনাজপুরের ইটাহারের পতিরাজপুর পঞ্চায়েতের শ্রীধর গ্রামের বাসিন্দা। বুধবার সকালে সাতসকালে তাঁর ছেলে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখেন ভয়ংকর দৃশ্য। উঠোনে পড়ে আছে মায়ের গলাকাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে উঠোন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হয়। খবর যায় থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
[আরও পড়ুন: নির্দেশ উপেক্ষা করে DA ধর্মঘটে যোগ দেওয়া কর্মীদের পুরো বেতন! রেজিস্ট্রারকে বরখাস্ত উপাচার্যের]
কিন্তু কী কারণে এই খুন? কারও সঙ্গে অশান্তি ছিল প্রৌঢ়ার? প্রতিবেশীদের একাংশের বক্তব্যে উঠে এসেছে কুংস্কারের তত্ত্ব। জানা যায়, ডাইনি সন্দেহে খুন করা হয়ে থাকতে পারে ওই প্রৌঢ়াকে। যদি এই দাবির আদৌ কোনও সত্যতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। যদি সত্য হয়ে থাকে সেক্ষেত্রে নেপথ্যে কে বা কারা তাও খতিয়ে দেখা হবে বলেই খবর।