অর্ণব আইচ: বেহালায় (Behala) যুবকের রহস্যমৃত্যু। জলাশয়ের ধার থেকে উদ্ধার হল দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম জয়দেব শীল। বেহালার সরশুনা থানা এলাকার খুদিরাম পল্লির বাসিন্দা ওই যুবক। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে সরশুনা থানায় ফোন করেন নবীন শীল। জানান, তাঁর ভাই জয়দেব গতকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বাগপোতা রোড এলাকায় পুকুরের ধারে অচৈতন্য অবস্থায় মিলেছে জয়দেব। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
[আরও পড়ুন: কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পর খুন! কলকাতার গেস্ট হাউস থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর দেহ]
কিন্তু কীভাবে মৃত্যু হল জয়দেবের? প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে, খুন করা হয়েছে যুবককে। দেহে আঘাতের চিহ্নও মিলেছে। কিন্তু কী কারণে খুন করা হল যুবককে? নেপথ্যে প্রেম নাকি অন্য কোনও কারণ? তা এখনও জানা যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্তের স্বার্থে কথা বলা হচ্ছে মৃতের পরিবার, পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে।