shono
Advertisement

নবমীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরনোই কাল! দশমীতে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগে সরব পরিবার

বন্ধুরাই খুন করেছে যুবককে, দাবি পরিবারের।
Posted: 05:37 PM Oct 24, 2023Updated: 05:37 PM Oct 24, 2023

অর্ণব দাস, বারাসত: নবমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে অশোকনগরের যুবকের রহস্যমৃত্যু। দশমীর সকালে নৈহাটিতে গঙ্গায় মিলল যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি, খুন করা হয়েছে যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌরভ সিকদার। অশোকনগর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের যুবক সংঘ এলাকার বাসিন্দা তিনি। বয়স ২৪ বছর। নবমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলেন নৈহাটিতে। গভীর রাতে বাবা-মার সঙ্গে ফোনে শেষবার কথা হয় তাঁর। পরিবারের সদস্যরা বুঝতেও পারেননি কী বিপদ অপেক্ষা করছে।

[আরও পড়ুন: দশমীতে রাজ্যের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কবে কাটবে দুর্যোগ?]

মঙ্গলবার অর্থাৎ দশমীর সকালে যুবকের বাড়িতে এক বন্ধু ফোন করে জানান দুর্ঘটনার কবলে পড়েছেন সৌরভ। তিনি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জানতে পারেন, গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে যুবকের। এর পরই তাঁর পরিবারের সদস্যরা খুনের অভিযোগ তুলে সরব হয়। মৃত যুবকের মা কাজলী সিকদার বলেন, ছেলের সঙ্গে রাত আড়াইটের সময় শেষ কথা হয়েছিল। তখন যুবক জানান, বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফিরবেন। এর পরই এই ঘটনা। মৃতের মা বলেন, “আমার ছেলে সাঁতার জানে না। ও জলকে ভয় পেত, তাই জলে নামতো না। ছেলের সঙ্গে কারা ছিল জানি না। তারাই ছেলেকে জোর করে তুলে জলে ফেলে ডুবিয়ে খুন করেছে।” একই অভিযোগ করেন তার বাবা শতদল সিকদার।

যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সৌরভ এক বন্ধুর সঙ্গে গোয়ালাপাড়া ঘাট সংলগ্ন গঙ্গায় স্নান করতে নেমেছিল। বাকি দুই বন্ধু পাড়েই বসেছিল। তখন সৌরভকে তলিয়ে যেতে দেখে বাকি বন্ধুরা তাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় নৈহাটি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

[আরও পড়ুন: টাকি পূবের বাড়ির মহিলাদের সঙ্গে পুলিশের ‘দুর্ব্যবহার’, দশমীতে ইছামতীতে অশান্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement