সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপারস্টার বাবার অভিনেতা ছেলে। কেরিয়ার শুরুর সময় থেকেই অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) কাঁধে একটু বেশিই দায়িত্ব। কারণ তিনি জানতেন, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তাঁর তুলনা বার বার টেনে আনবেন অনুরাগীরা। আর একটু এদিক-ওদিক হলেই নিন্দার ঝড়। নিন্দুকরা মনে করেন, অমিতাভের জন্যই অভিষেক ঠিক সামলে উঠতে পারছেন না তাঁর কেরিয়ার। তাই বক্স অফিস কিছুতেই নিজের হাতে রাখতে পারছেন না তিনি। তবে অভিষেকের চেষ্টার কিন্তু কোনও ত্রুটি নেই। বলিউডের ফিল্ম সমালোচকরা অবশ্য মনে করেন, অভিষেক ভাল অভিনেতা। কিন্তু অমিতাভের ছায়া কিছুতেই অভিষেককে শক্ত মাটি পেতে দিচ্ছে না বলিউডে।
তবে এই গল্প অভিষেক ও অমিতাভের তুলনা নিয়ে নয়। বরং ছেলের নতুন ছবি ‘দশভি’র প্রচার করে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন বলিউডের ‘বিগ বি’। তবে ‘বিগ বি’ চুপ করে থাকলেন না। নেটিজেনদের পালটা উত্তর দিলেন তিনি।
গপ্পোটা হল, বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘দশভি। ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে এই ছবি। ‘দশভি’ দেখার অনুরোধ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। আর তাতেই বেজায় আপত্তি নেটিজেনদের একাংশের। নেটিজেনদের কটাক্ষের উত্তরে টুইটারে অমিতাভ লিখলেন, ”হ্যাঁ, আমি প্রচার করি, শুভেচ্ছা জানাই, প্রার্থনা করি। কী করবেন আপনারা?”
[আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন? মুখ খুললেন হবু বরের ‘প্রাক্তন’ দীপিকা ]
এর আগে ‘দশভি’ ছবির ট্রেলার দেখে অভিষেকের প্রশংসা করেছিলেন ‘বিগ বি’। তিনি লিখেছিলেন, ”অভিষেক, তুমি আমার উত্তরাধিকারী।” বাবা হরিবংশ বচ্চনের কবিতা থেকে শব্দ ধার করে ‘বিগ বি’ লিখেছেন, ”আমার ছেলে বলেই আমার উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে, সেই আমার ছেলে।” এরপরই ‘বিগ বি’ লিখেছেন, ”অভিষেক তুমি আমার উত্তরাধিকারী। জানিয়ে দিলাম।” বাবার টুইটে স্বাভাবিক ভাবেই খুশি অভিষেকও। তিনি রিপ্লাইয়ে লিখেছিলেন, ”লাউ ইউ পা। সব সময় এবং চিরকালের জন্য।”