shono
Advertisement

‘অন্যায় দেখে নীরব থাকাটাও অন্যায়’, কৃষকদের পাশে দাঁড়িয়ে বলিউডকে তোপ নাসিরুদ্দিনের

দেখুন অভিনেতার ভাইরাল হওয়া ভিডিও।
Posted: 04:35 PM Feb 06, 2021Updated: 04:35 PM Feb 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষি আইন নিয়ে শুধু দিল্লিই উত্তাল নয়। প্রভাব পড়েছে দেশের রাজনীতিতেও। প্রভাব পড়েছে বিনোদন মহলেও। একের পর এক তারকা কৃষকদের সমর্থনে আওয়াজ তুলেছেন। এবার প্রতিক্রিয়া দিলেন বলিউডের অন্যতম অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে এক সাংবাদিকের সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে কথা বলতে দেখা গিয়েছে প্রবীণ অভিনেতাকে।

Advertisement

ঘটনার সূত্রপাত রিহানার একটি টুইট করা দিয়ে। দিল্লিতে চলতে থাকা কৃষকদের অবস্থান বিক্ষোভকে সমর্থন জানিয়ে টুইট করেন মার্কিন পপস্টার। তার পরেই একে একে পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফাও কৃষকদের পাশে দাঁড়ান। বিদেশি তারকাদের পালটা হিসেবে ঐক্যবদ্ধ ভারতের ডাক দেন শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি (Virat Kohli), অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার (Akshay Kumar), লতা মঙ্গেশকর, সুনীল শেট্টি, করণ জোহর, কঙ্গনা রানাউতরা। এবার কৃষকদের পক্ষেই সওয়াল করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। স্পষ্ট জানান, অন্যায় দেখে চুপ করে থাকাটাও বড় অন্যায়। বড় বড় তারকা চুপ করে রয়েছেন, কারণ তাঁরা মনে করছেন মুখ খুললেই তাঁদের ক্ষতি হবে। যখন একজন স্টার তাঁর সাত প্রজন্মের জন্য অর্থ গোচ্ছিত করে রেখেছেন, তাঁদের কিছু হারানোর ভয় কীসের? প্রশ্ন তুলেছেন শাহ (Nasiruddin Shah)।

 

[আরও পড়ুন: পাকিস্তান প্রেমী রিহানা! কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করতেই ভাইরাল ছবি]

সাক্ষাৎকারের কয়েক সেকেন্ডের ওই ভিডিওই এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। নাসিরুদ্দিন শাহের এই পোস্ট শেয়ার করেছেন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক জি সিধু। শাহকে ‘আসলি মর্দ’ বলেও নিজের টুইটার হ্যান্ডেলে উল্লেখ করেছেন পাঞ্জাবের গায়ক। 

উল্লেখ্য, কেন্দ্রের তরফে বিদেশি সেলিব্রিটিদের ভারতের অভ‌্যন্তরীণ ব‌্যাপারে মাথা না ঘামাতে বলা হয়। সেই বিবৃতিটি পরে টুইট করেন অক্ষয় কুমার (Akshay Kumar)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং, জি কৃষ্ণণ রেড্ডি-সহ অনেকেই সরকারের বক্তব‌্য রিটুইট করেন।

[আরও পড়ুন: অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সলমন খান, কী বললেন? দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement