shono
Advertisement

অভিনেতা ও জাতীয় রাগবি তারকা রাহুলের নামে স্টেডিয়াম, উদ্বোধন করলেন নিজেই

অভিনয়ের পাশাপাশি রাগবিতেও সফল রাহুল বসু।
Posted: 02:42 PM Mar 30, 2023Updated: 02:42 PM Mar 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শক্তিশালী অভিনেতা। পর্দায় তাঁর অভিনয় বহু বছর ধরেই দর্শকের মন জিতে নিয়েছে। কিন্তু এরই পাশাপাশি রাগবি খেলাতেও তিনি জাতীয় তারকা। এবার তাঁর নামে ওড়িশায় তৈরি হল স্টেডিয়াম। আর স্টেডিয়ামের উদ্বোধনও করলেন তিনিই। তিনি রাহুল বসু (Rahul Bose)। ভারতের হয়ে ১৭টি রাগবি (Rugby) খেলায় অংশ নিয়েছেন। এই মুহূর্তে তিনি রাগবি ইন্ডিয়া ফুটবল ইউনিয়নের সভাপতিও।

Advertisement

নিজেই টুইটারে খবরটি শেয়ার করেছেন রাহুল। সেখানে নিজের সাফল্য়ের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘সমস্ত খেলোয়াড় ও প্রশাসকদের কাঁধের উপরেই আমি দাঁড়িয়ে রয়েছি, যাঁদের পরিশ্রম দেশের প্রতিটি মাঠের মাটিতে লেখা রয়েছে।’ তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

[আরও পড়ুন: ভাঁড়ারে টান! অর্থবর্ষের শুরুতেই ৮.৮ লক্ষ কোটি টাকা ঋণ নেবে কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রকের]

উল্লেখ্য, গত বছরই ওড়িশা প্রশাসন ও কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি তথা কেআইআইটির সঙ্গে জোট বাঁধে ভারতীয় রাগবির সঙ্গে। রাহুলের মতে, এই কেআইআইটিই এখন ভারতীয় রাগবির ‘ঘর’।

[আরও পড়ুন: জামিয়া হিংসায় উসকানি! শারজিল ইমাম-সহ ১১ জনের মুক্তির নির্দেশ বাতিল দিল্লি হাই কোর্টে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার