shono
Advertisement

জানেন, কীভাবে হেনস্তাকারীর আঙুল মুচড়ে দিয়েছিলেন তপসি?

ক্লিক করে আপনিও শিখে নিন সেই কায়দা৷ The post জানেন, কীভাবে হেনস্তাকারীর আঙুল মুচড়ে দিয়েছিলেন তপসি? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Mar 23, 2017Updated: 03:28 PM Mar 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে শুরুটা তেমন ভাল হয়নি৷ সইতে হয়েছে প্রত্যাখানের জ্বালা৷ কিন্তু হাল ছাড়েননি তিনি৷ ‘বেবি’ থেকে ‘পিঙ্ক’, তারপর ‘নাম শাবানা’৷ বলিউডে নিজের জোরে পায়ের তলার মাটি শক্ত করেছেন তপসি পান্নু৷ এখন বি-টাউনে পাচ্ছেন ডার্ক হর্সের তকমা৷ গ্ল্যামার নয় তাঁর হাতিয়ার নিজের আত্মবিশ্বাস৷ এই আত্মবিশ্বাসের জোরেই যেমন পর্দায় ভিলেনদের কুপোকাত করছেন, তেমনি বাস্তবের দুনিয়ার হেনস্তাকারীদেরও উচিত শিক্ষা দিয়েছেন অভিনেত্রী৷

Advertisement

[বন্ধ একাধিক কসাইখানা, মিলছে না লখনউয়ের তুলতুলে ‘টুন্ডে কাবাব’]

‘হিউম্যানস অফ বম্বে’ নামে একটি ফেসবুক পেজে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ‘পিঙ্ক’ গার্ল৷ ঘটনা সপ্তাহ কয়েক আগের৷ দিল্লির এক কীর্তনে গিয়েছিলেন অভিনেত্রী৷ হঠাৎ বুঝতে পারেন, পিছনের লোকটি ক্রমাগত তাঁকে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করছে৷ পিছনে না তাকিয়েই আঙুল ধরে এমন মোচড় দেন, যন্ত্রণায় চিৎকার করে সরে যায় হেনস্তাকারী৷

[পোশাকের ‘টেস্ট ড্রাইভিং’ পুনমের, ভিডিওয় ঝড় নেটদুনিয়ায়]

নিজের বাস্তবের এই কাহিনি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, নায়িকা নন তিনি নিজের কাহিনির নায়ক৷ আর গুটি কয়েক মানুষকে এই তেতো ওষুধ গিলতে হবে৷ কারণ তিনি কখনই সরে দাঁড়াবেন না৷ এই নায়কোচিত মেজাজেই ‘নাম শাবানা’তে ধরা দিচ্ছেন তপসি৷ ৩১ মার্চ মুক্তি পাচ্ছে এই অ্যাকশন থ্রিলার৷ তার আগে দর্শকদের সামনে শুধু প্রচারই করেননি তপসি৷ নিজের আইডল তথা সহ-অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে শিখিয়েছেন মার্শাল আর্টের নানা কায়দাও৷ যার মাধ্যমে সহজেই মহিলারা ধরাশায়ী করতে পারবেন হেনস্তাকারীকে৷

Don’t just freeze…ACT & REACT coz ur biggest weapon is with YOU! Watch, learn & show your move with #KohniMaar! Kya pata kab kaam aa jaye pic.twitter.com/ugDEtRvouz

— Akshay Kumar (@akshaykumar) March 6, 2017

The post জানেন, কীভাবে হেনস্তাকারীর আঙুল মুচড়ে দিয়েছিলেন তপসি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement