সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুমার গৌরবের বিপরীতে লাভ স্টোরি দিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী ও গায়িকা বিজয়তা পণ্ডিত (Vijayta Pandit)। এমনকী, কুমার গৌরবের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে ছিলেন তিনি। সে সম্পর্ক টেকেনি। বিজয়তাকে বিয়ে করেন সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। ভালো চলছিল আদেশ ও বিজয়তার সংসার। তবে হঠাৎই ২০১৫ সালে প্রয়াত হন সঙ্গীত পরিচালক। আদেশের সঙ্গে শাহরুখের দারুণ বন্ধুত্ব ছিল। শোনা যায়, দুই বাড়িতেও নাকি ঘন ঘন যাতায়াত ছিল। সম্প্রতি বিজয়তার একটি সাক্ষাৎকার সোশাল মিডিয়ায় ভাইরাল। যেখানে বিজয়তা, শাহরুখকে (Shahrukh Khan) স্বার্থপর আখ্যা দিয়েছেন।
ভাইরাল সাক্ষাৎকারে ঠিক কী বলেছেন বিজেয়তা?
এই সাক্ষাৎকারে বিজয়তা জানান, ‘‘আদেশ যখন হাসপাতালে চিকিৎসাধীন, তখন শাহরুখ দেখা করতে যায়। মৃত্যুর আগে একদিন আদেশ ওর হাত ধরে ইঙ্গিত করেছিল শাহরুখ যেন আমাদের ছেলেকে দেখে। শাহরুখও কথা দিয়েছিলেন। কিন্তু সেই সময় যে ফোন নম্বরটি দিয়েছিল শাহরুখ, সেটায় ফোন করলে, কেউ ধরে না সেই ফোন। আমি শাহরুখকে বলতে চাই, আদেশ তোমার ভালো বন্ধু ছিলেন, এই সময় তোমার সাহায্যের প্রয়োজন। আমি এখন আর উপার্জন করি না। আমাদের ছেলেই একমাত্র রোজগেরে। ওর জন্যই সাহায্য চাইছি।’’
‘চলি চলি ফির চলি চলি’, ‘তুমনে না জানা’, ‘শাওন বরসে তরসে দিল’-এর মতো সুপারহিট গানের সুরকার ছিলেন আদেশ শ্রীবাস্তব। ২০১০-এ ক্যানসার ধরা পড়ে আদেশের। মাঝে নিয়ন্ত্রণে থাকলেও ফের মাথাচাড়া দিয়েছিল মারণ রোগ। ‘কভি খুশি কভি গম’, ‘চলতে চলতে’, ‘রাজনীতি’র মতো বহু ছবিতে সুর দিয়েছেন আদেশ। আদেশের স্ত্রী অভিনেত্রী বিজয়েতা পণ্ডিত। তাঁদের দুই ছেলে। সুরকার জুটি যতীন-ললিত তাঁর দুই শ্যালক।