shono
Advertisement
Mamata Banerjee

দীর্ঘায়ু ও সুস্থ জীবনের প্রার্থনা, মমতা 'দিদি'র জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদির

সরকারি তথ্য অনুযায়ী, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্মদিন মমতার। সেই হিসেবে এবছর তিনি সত্তরে পা রাখলেন।
Published By: Sucheta SenguptaPosted: 12:13 PM Jan 05, 2025Updated: 12:18 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি নথি অনুযায়ী আজ অর্থাৎ ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে তাঁকে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে সোশাল মিডিয়ায় মমতার দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি। প্রতি বছরই এই দিনে সৌজন্যবশত বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হল না।

Advertisement

খাতায়-কলমে ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই হিসেবে ২০২৫ সাল অর্থাৎ এবছর তিনি পা রাখলেন সত্তরে। এই দিনটি ঘিরে প্রতি বছর দলের নেতা-কর্মীদের উৎসাহ থাকে তুঙ্গে। শুভেচ্ছার বন্যা বয়ে যায় কালীঘাটের বাড়িতে। আর মমতাও এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে চান। বিশেষ কর্মসূচি রাখেন না। তবে যেহেতু সংগ্রামই তাঁর জীবনসঙ্গী, তাই স্বভাবসুলভ ভঙ্গিতেই রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রাধান্য দেন। যদিও নিজের 'একান্তে' বইতে মমতা উল্লেখ করেছেন, ৫ জানুয়ারি নয়, মায়ের কথা অনুযায়ী, তাঁর জন্ম হয়েছিল দুর্গাষ্টমীতে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন তাঁকে জাতীয় স্তরে জনপ্রিয় করে তুলেছে। সরকারি নথিতে তাঁর জন্মের নির্দিষ্ট দিনটিতে তাই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে শুভেচ্ছাবার্তা এসে পৌঁছয়। সে সমমনস্ক হোক বা বিপরীত মনস্ক। এই দিনটিতে সমস্ত দূরত্ব, বিরোধিতা সরিয়ে 'দিদি'র সুস্থ জীবনের কামনা করেন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। তার সর্বাগ্রে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকাল সকাল তাই সোশাল মিডিয়ায় নজর কাড়ল বাংলার মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি তথ্য অনুযায়ী, আজ জন্মদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • সোশাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement